Budget Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Itel A70 ফোন। বলা হচ্ছে, এটিই প্রথম স্মার্টফোন হতে চলেছে যেখানে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকবে এবং দাম হবে ৮০০০ টাকার কম। চিনের সংস্থা আইটেল ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে। এই ফোনের ডিজাইন অনলাইনে ছড়িয়ে পড়েছে। চারটি রঙে আইটেল এ৭০ ভারতে লঞ্চ হতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকবে একটি বড় সাইজের নচ, সেখানে সজ্জিত থাকবে সেলফি ক্যামেরা সেনসর। ১২ জিবি র‍্যাম থাকবে আইটেল এ৭০ ফোনে, এমনটাই শোনা গিয়েছে। এর মধ্যে ৮ জিবি ইনবিল্ট র‍্যাম থাকবে এবং বাকি ৪ জিবি ভার্চুয়াল ভাবে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে বাড়ানো যাবে। আইটেল এ৬০ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে আইটেল এ৭০ ফোন।


হাল্কা নীল, ব্লো, সবুজ এবং হলুদ- এই চারটি রঙে ভারতে লঞ্চ হতে চলেছে আইটেল এ৭০ ফোন। শোনা গিয়েছে, এই ফোনের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশও থাকবে। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে পাওয়ার এবং ভলিউম বাটন। অন্যদিকে ফোনের বাঁদিকের অংশে থাকবে একটি সিম ট্রে। এখনও ভারতে আইটেল এ৭০ ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কেও বিশদে কিছু জানা যায়নি। আইটেল সংস্থার তরফেও কিছু জানানো হয়নি। তবে অনলাইনে যে ছবি প্রকাশ্যে এসেছে তার থেকে ফোনের ডিজাইন, রঙ এবং কেমন দেখতে হবে ফোন সেই সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। আর জানা গিয়েছে, ফোনের স্টোরেজ সম্পর্কে। এর পাশাপাশি আইটেল এ৭০ ফোনের দাম সম্পর্কে যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, তার থেকে বোঝা গিয়েছে যে এটিও একটি বাজেট সেগমেন্টের ফোন হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট সেগমেন্টের বিভিন্ন ফোন। বেশিরভাগ ক্ষেত্রে এইসব বাজেট স্মার্টফোনের দাম ১০ হাজার টাকার কম হয়। অনেক ক্ষেত্রে ৬০০০ টাকা, ৭০০০ টাকা কিংবা ৮০০০ টাকার কমেও পাওয়া যায় স্মার্টফোন। ফিচার থাকে বেশ নজরকাড়া। 


এবছরই ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ০৫এস ফোনের দুটো ভ্যারিয়েন্ট। প্রথমে এই ফোন লঞ্চ হয়েছিল ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ নিয়ে। তারপর এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেল লঞ্চ হয়েছে দেশে। 


আরও পড়ুন- ভারতে বাজারে হাজির নতুন স্যামসাং গ্যালাক্সি ফোন, কোন কোন মডেল লঞ্চ হয়েছে? দাম কত?