সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ কল্পতরু উত্সব। করোনা আবহে এবারও কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢোকা নিষেধ। আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা। তবে কাশীপুর উদ্যানবাটির তরফে কল্পতরু উত্সবের সব অনুষ্ঠানই হচ্ছে। করোনা আবহে অনলাইনে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। 


১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উত্সব হিসেবে৷ 
এর পাশাপাশি, এবার কল্পতরু উত্সবের দিন দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ। তবে রীতি মেনে চলছে পুজো। 
বন্ধ রয়েছে বাগবাজারে মায়ের বাড়ি।  

আরও পড়ুন : 


খারাপ হচ্ছে মহানগরের বাতাস, বায়ুদূষণ বাড়ছে কলকাতা ও হাওড়ায়


নতুন বছরের প্রথম দিন বন্ধ দক্ষিণেশ্বর মন্দিরের দরজাও। তাই ওই দিন ভবতারিণীর দর্শন হবে না। মঙ্গলবার বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলেন মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে (COVID Situation) ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। তবে মন্দির বন্ধ থাকলেও, রীতি মেনে মায়ের পুজো যেমন সম্পন্ন হয়, তেমনই হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের কক্ষ এবং অন্য দেবীর পুজোও রোজকার মতোই সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।


দক্ষিণেশ্বরের পাশাপাশি বছরের প্রথম দিন বন্ধ  বেলুড় মঠও। সোমবারই বিবৃতি প্রকাশ করে তা জানিয়ে দেন মঠ কর্তৃপক্ষ। যদিও করোনার কারণে মঠ বন্ধ রাখা হচ্ছে কি না, নির্দিষ্ট করে তা জানানো হয়নি। বরং অনিবার্য কারণে বছরের প্রথম দিন মঠ বন্ধ রাখতে হচ্ছে বলে জানানো হয়।


 বন্ধ বাগবাজারে মায়ের বাড়ি। ১ ও ২ জানুয়ারি মায়ের বাড়িতে দর্শন ও প্রণাম বন্ধ থাকবে। ৩ জানুয়ারি থেকে ভক্তরা ফের ঢুকতে পারবেন মায়ের বাড়িতে। সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মায়ের বাড়ির দরজা।