আবির দত্ত, কলকাতা: এসএসসি নিয়োগ (SSC Scam) দুর্নীতির তদন্তে এবার ইডির (ED) নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই (Son In Law) কল্যাণময় ভট্টাচার্য (Kalyanmay Bhattacharya)। আমেরিকা (US) থেকে ফিরতেই জিজ্ঞাসাবাদ (Questioned) কল্যাণময়কে। এদিন দুপুর ২টো থেকে সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পার্থর জামাইকে। 


কী নিয়ে জিজ্ঞাসাবাদ?
পিংলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্ত্রীর নামে যে স্কুল রয়েছে, গত গত ১৪ সেপ্টেম্বর সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। বিসিএম ইন্টারন্যাশনাল নামে পিংলার ওই স্কুলের ডিরেক্টর পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, ইডির আধিকারিকরা মনে করছেন চাকরি বিক্রির কালো টাকাতেই পিংলার বিশাল স্কুল তৈরি হয়েছিল। স্কুল তৈরিতে লেগেছিল ১৫ কোটি টাকা। যদিও খাতায় কলমে দেখানো হয়েছে ৪ কোটি ৪৫ লক্ষ টাকা, খবর ইডি সূত্রে। এদিন কল্যাণময়কে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাতে সম্ভবত এই অসঙ্গতি নিয়েই প্রশ্ন করা হয়। শোন যাচ্ছে, এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় উঠে আসে জিজ্ঞাসাবাদে। সোমবার তাঁর বয়ান রেকর্ড করার প্রক্রিয়াও চলে। এর আগেও কল্যাণময়কে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তখন তিনি জানিয়েছিলেন, বিদেশে রয়েছেন। যদিও সূত্রের খবর, ভিডিও কনফারেন্সে একপ্রস্ত জিজ্ঞাসাবাদ আগেও হয়েছে। তবে ভারতে ফেরার পর আজই প্রথম সশরীরে  ইডি-র প্রশ্নের উত্তর দিতে গেলেন পার্থর জামাই। 


প্রেক্ষাপট...
এসএসসি দুর্নীতি মামলায় টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গত ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে ইডি-র হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি মামলায় সেই প্রথম কোনও মন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি, অভিযান চালিয়ে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা, বিপুল বিদেশি মুদ্রা, গয়না এবং একাধিক বেনামি সম্পত্তির খোঁজ পাওয়া যায় বলে জানিয়েছে ইডি। খোঁজ মেলে একাধিক সংস্থারও। কোথা থেকে এল এত সম্পত্তি? তদন্তকারীদের দাবি, যুক্তিযুক্ত কোনও উৎস ব্যাখ্যা করতে পারেননি পার্থ-অর্পিতা। গ্রেফতার করা হয় অর্পিতাকেও। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পার্থর জামাইও। 


আরও পড়ুন: 'নিয়োগ দুর্নীতির প্রাপ্ত নম্বর কারচুপির প্রধান লোক', আদালতে সুবীরেশের হেফাজতের মেয়াদবৃদ্ধির দাবি