কলকাতা: শিলিগুড়ির (Siliguri) ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Train Accident) ২৫ ঘণ্টারও বেশি বন্ধ ছিল ডাউন লাইনে ট্রেন চলাচল। আজ সকাল ১০টা ৪২-এ ওই লাইনে ফের গড়াল ট্রেনের চাকা। প্রথম পাস করানো হল অওয়ধ-অসম এক্সপ্রেস। 


প্রসঙ্গত, গতকাল সকাল ৮টা ৫৫ মিনিটে রাঙাপানি ও চটের হাট স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjunga Express) পিছনে ধাক্কা মারে মালগাড়ি। মৃত্যু হয় এক্সপ্রেস ট্রেনের গার্ড, কাঞ্চনজঙ্ঘার পার্সেল ভ্যানের কর্মী, মালগাড়ির চালক-সহ ১০ জনের। আহত হন ৬০ জন। দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রেল ট্র্যাক মেরামতির কাজ। 


অন্যদিকে, বরাতজোরে রক্ষা, ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে কলকাতায় পৌঁছেছেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা। রাত সোয়া ৩টেয় ট্রেনের অক্ষত অংশ পৌঁছেছেন শিয়ালদায়। যাত্রীদের চোখে-মুখে তখনও ছিল আতঙ্ক। কীভাবে বেঁচে ফিরেছেন, তা ভেবে শিউরে উঠছেন তাঁরা।  


শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনজঙ্ঘার যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী। ছিলেন রেলের আধিকারিকরাও। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রাজ্য সরকারের তরফে শিয়ালদা স্টেশনে প্রস্তুত রাখা হয়েছিল একাধিক বাস। রেলের তরফে যাত্রীদের জন্য জলের বোতল এবং খাবারের প্যাকেট বিলি করা হয়। 


আরও পড়ুন, হাসপাতালে রোগীর ভিড়, হাতে স্যালাইন, সাপের কামড় খেয়েও চিকিৎসা করছেন ডাক্তার


ফাঁসিদেওয়ায় ভয়াবহ দুর্ঘটনার নেপথ্যে প্রাথমিকভাবে মালগাড়ির চালকের ঘাড়েই দোষ চাপিয়েছে রেল কর্তৃপক্ষ। কিন্তু তিনি সিগনাল না মানলেও তা কন্ট্রোল রুমের নজর এড়াল কীভাবে? তাহলে কি রেল ট্র্যাকিং সিস্টেমও কাজ করছিল না? উঠছে প্রশ্ন।  কার ভুলে এই মারাত্মক দুর্ঘটনা ঘটল? তদন্ত শুরু করেছেন রেলওয়ে সেফটির চিফ কমিশনার।                     


শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ট্রেন দুর্ঘটনায় গাফিলতি কার? এই নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক আহত যাত্রী। নিউ জলপাইগুড়ি স্টেশনে GRP-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। ৩০৪-এর ২ অর্থাৎ গাফিলতির জেরে মৃত্যুর মতো জামিন অযোগ্য ধারা ছাড়াও বেপরোয়া গতি, যাত্রী সুরক্ষা বিপন্ন, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে GRP. 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে