পূর্ণেন্দু সিংহ, বিষ্ণুপুর:  ভোটে জয়লাভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজির প্রশংসা করেছিলেন সৌমিত্র।  সবাই চমকে গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর কথায়। জল্পনা তৈরি হয়েছিল, এবার কি দলের মধ্যেই বেসুরো সৌমিত্র? কিন্তু সে সম্ভাবনা নিজেই নাকচ করে দেন তিনি। কিন্তু আবারও একবার জল্পনার কেন্দ্রে তাঁর নাম।  এবার রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে । এটা কী নতুন কিছু সূচনার ইঙ্গিত? রাজনৈতিক মহলে উস্কে দিয়েছে জল্পনা। 


সৌমিত্র খাঁ ২০১১ সালে কংগ্রেসের টিকিটে কোতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন। দু'বছর যেতে না যেতেই ২০১৩ সালে যোগ দেন তৃণমূলে। বিধায়ক হিসাবে মেয়াদ শেষের আগেই ২০১৪ সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন তিনি। সেবারও মেয়াদ শেষের আগেই দলবদল করেন সৌমিত্র। ২০১৯ এর লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন তিনি। ২০১৯ এ বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয় বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ। ২০২৪ এর লোকসভা নির্বাচনেও নিজের  প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয় বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি। নির্বাচনে জয়লাভের পরই তৃনমূলের সেকেন্ড ইন কমান্ডের গাল-ভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায়।


রাজ্য বিজেপির নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলে ছিলে তিনি।  সৌমিত্র খাঁর মুখে শোনা যায় একের পর এক বিস্ফোরক অভিযোগ। এমনকী দলের কারও কারও সঙ্গে তৃণমূলের সেটিংয়ের অভিযোগও তোলেন তিনি।  সেই মন্তব্যের পর রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁর ফের শিবির বদলের জল্পনা শুরু হয়। সেই জল্পনাকেই ফের একবার অক্সিজেন জোগাল তৃণমূল নেতাকে প্রকাশ্যে  প্রণামের ঘটনা।


সোমবার রতনপুরে সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ। ফেরার সময় রাস্তায় তৃণমূলের দাপুটে নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে দেখা হতেই প্রকাশ্যে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র। করেন কুশল বিনিময়ও। আর এতেই সৌমিত্রর দল বদল নিয়ে তৈরী হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে। যদিও সৌমিত্র খাঁ নিজে এই ঘটনাকে নিছকই সৌজন্য বলে দাবি করেছেন। তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও বিষয়টিকে নেহাতই সৌজন্য বলেই দাবি করেছেন।  


তবে সৌমিত্রর একের পর এক মন্তব্য, বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী না করা নিয়ে উষ্মাপ্রকাশ, অভিষেকের প্রশংসা, ইত্যাদি জল্পনাকে থামতেই বা দিচ্ছে কই ? 


আরও পড়ুন :                          


কর্মক্ষেত্রে নতুন সুযোগ কর্কটের, মকরের বিরাট অর্থযোগ, এই সপ্তাহে সাফল্যে ভরে উঠবে এই ৫ রাশির ঝুলি