প্রকাশ সিনহা, কলকাতা: গেটম্যান রাঙাপানি স্টেশনে মালগাড়ি দ্রুতগতিতে চলার কথা জানালেও, সিস্টেম বিকল থাকায় মালগাড়ির চালকের সঙ্গে যোগাযোগই করতে পারেননি রাঙাপানি স্টেশনের কর্মী। সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।


ফোনে যোগাযোগের আগেই দুর্ঘটনা: দুর্ঘটনার তদন্তে নেমে বুধবার রেলের তরফে জানানো হয়েছে, রাঙাপানি ও দুর্ঘটনাস্থলের মধ্যে রয়েছে ৩ টি রেলগেট। এর মধ্যে ১ জন গেটম্যান রাঙাপানি স্টেশনে খবর দেন, দ্রুতগতিতে ছুটছে মালগাড়ি। কিন্তু সিস্টেম বসে যাওয়ার কারণে, ইন্টারনাল সিস্টেম মারফত মালগাড়ির চালকের সঙ্গে যোগাযোগই করতে পারেননি রাঙাপানি স্টেশনের রেল কর্মীরা (Kanchanjunga Express Train Accident)। এরপর মোবাইলে মালগাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করার আগেই ঘটে যায় দুর্ঘটনা। দুর্ঘটনার তদন্তে ইতিমধ্য়েই একাধিক কর্মীর বয়ান রেকর্ড করা হয়েছে। কোনওভাবে মালগাড়ির ইঞ্জিন ফেলিওর হয়েছিল কিনা, দেখা হচ্ছে তা-ও। মেকানিক্যাল ফরেন্সিক টেস্ট করানো হচ্ছে মালগাড়ির ইঞ্জিনের। এবিষয়ে কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, "রাঙাপানি স্টেশন থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত তিনটি রেলগেটের সব গেটম্যানদের বয়ান রেকর্ড করা হয়েছে। মালগাড়ি দ্রুত গতিতে ছিল, সম্ভবত সেই কারণেই এই দুর্ঘটনা। একজনের বয়ানের সঙ্গে আরেক জনের বয়ানও মিলিয়ে দেখা হচ্ছে।'' 




দুর্ঘটনার দিন রেলবোর্ডের চেয়ারপার্সন জানিয়েছিলেন, মালগাড়ির সহকারী চালক মৃত। কিন্তু, বাস্তবে তিনি জীবিত। শিলিগুড়ির প্য়ারামাউন্ট নার্সিংহোমে চিকিৎসাধীন। বুধবার ভুল স্বীকার করে নিয়েছে রেল। গতকাল আহত সহকারী চালকের বয়ান নিতে শিলিগুড়ির প্য়ারামাউন্ট নার্সিংহোমে হাসপাতালে পৌঁছয় রেল পুলিশ। যদিও, এদিন তাঁর বয়ান নিতে পারেনি GRP। কারণ, চিকিৎসকরা জানান, আগের চেয়ে স্থিতিশীল হলেও, তিনি এখনই বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই।


রেলবোর্ডের চেয়ারম্য়ান দুর্ঘটনার দিন তদন্তের আগেই মালগাড়ির চালকের ঘাড়ে দুর্ঘটনার দায় চাপিয়েছিলেন।দাবি করেছিলেন, চালক সিগনাল উপেক্ষা করে মালগাড়ি নিয়ে যাওয়াতেই দুর্ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে মালগাড়ির সহকারী চালকের বয়ান অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। চিকিৎসাধীন অবস্থায় কথা বলার মতো পরিস্থিতি না থাকলেও, মালগাড়ির সহ চালক খোঁজ করেছেন, তাঁর সাহেবকে! অর্থাৎ মালগাড়ির চালকে।                              


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: WB College Admission: সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তি, কেন্দ্রীয় পোর্টালে কবে থেকে করা যাবে আবেদন?