কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এর আগে, ৫ জুন ঋতুপর্ণাকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই সময়ে বিদেশে থাকার কারণে কিছুটা সময় চান অভিনেত্রী। সেই সময়েই তিনি দাবি করেন, সবরকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তিনি। সূত্রের খবর, অভিযুক্তদের অ্যাকাউন্টের তদন্ত করতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণার নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে গিয়েছিল ঋতুপর্ণার অ্যাকাউন্টে? সেকথা জানতেই ঋতুপর্ণাকে তলব করেছে ইডি।


এর আগে, নির্বাচনের ফলাফল প্রকাশের পরের দিনই ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। সেই সময়ে বিদেশে ছিলেন ঋতুপর্ণা। সেই কারণ দেখিয়েই তিনি ইডির কাছে কিছুটা সময় চেয়ে নেন। সেই মতো ফের সমন আসে ইডির পক্ষ থেকে। প্রথমবার তলবে হাজির না হলেও, দ্বিতীয় তলবে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন ঋতুপর্ণা। সঙ্গে ছিলেন তাঁর হিসেবরক্ষক ও আইনজীবীরা। সমস্ত নথি ঋতুপর্ণা সঙ্গে করে নিয়ে এসেছেন বলেই জানা যাচ্ছে। তবে এখনও শুরু হয়নি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কিছু নিয়মকানুন মিটিয়ে নিচ্ছেন অভিনেত্রী ও তাঁর আইনজীবী ও হিসেবরক্ষক। এরপরে জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে জানা যাচ্ছে। 


সদ্য মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত-প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত ও কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত, সুরিন্দরস ফিল্মস প্রযোজিত ছবি 'অযোগ্য' (Ajogyo)। দর্শকদের মধ্যে এই ছবি প্রশংসা তো পেয়েছেই, সঙ্গে সঙ্গে বক্সঅফিসে ভাল ব্যবসাও করেছে এই ছবি। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ তম ছবি এটি। অন্যদিকে, বিদেশে একাধিক জায়গায় দেখানো হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত অপর একটি ছবি, 'দাবাড়ু'। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি পরিচালনা করেছিলেন পথিকৃৎ বসু। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি।


 






আরও পড়ুন: Amar Boss Release Date: শিবপ্রসাদ-নন্দিতার 'আমার বস'-এর মুক্তি পিছিয়ে গেল ডিসেম্বরে, পুজোয় আসছে 'বহুরুপী'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।