কলকাতা: রেল দুর্ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যালে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রাজ্যপাল বলেছেন, 'এই রেল দুর্ঘটনা অবশ্যই দুঃখজনক। তবে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদেরকে সেরা চিকিৎসা দেওয়া হচ্ছে।'
একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়।শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা। ৩ রেলকর্মী ও ৫ যাত্রী-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক অনিল কুমার, এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে ও রেলের পার্সেল ভ্যানের কর্মী শঙ্করমোহন দাস। ঘটনাস্থলে যান দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লি থেকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।
আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল ৮টা ৫৫-য় জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, সিগন্যাল না মেলায় দুর্ঘটনার সময় অত্যন্ত ধীর গতিতে চলছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেইসময় ট্রেনের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা এবং মালগাড়ির কয়েকটি কন্টেনার লাইনচ্যুত হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ২টি কামরা দুমড়ে-মুচড়ে গিয়ে প্রায় ২০ ফুট দূরে অন্য লাইনে গিয়ে পড়ে। আরেকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। সিগন্যাল বিভ্রাট নাকি অন্য কোনও কারণে এই ভয়াবহ দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন, 'মাধুর্যটাই নষ্ট করে দিয়েছে.', রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা মমতার
অপরদিকে, প্রিয়জনদের হারানো পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন মোদি। আহতদের দ্রুত আরোগ্যকামনায় প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রেলের অফিসারেরা যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখছেন। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে তৎপরতার সহিত উদ্ধারকার্য চলছে।এদিন দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে দেখা করলেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীদের সঙ্গেও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)