সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: জন্মদিনে দেখা হল না মেয়ের সঙ্গে বাবার। রেল দুর্ঘটনায় মৃত্যু কলকাতার বাসিন্দার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় (Kanchenjunga Express Train Accident) মৃত্যু হয়েছে বালিগঞ্জের ১৭ নম্বর জামির লেনের বাসিন্দার। বছর ৩২-এর ওই যুবকের নাম শুভজিৎ মালি।
রেল দুর্ঘটনায় মৃত্যু বালিগঞ্জের ১৭ নম্বর জামির লেনের বাসিন্দার
গাড়ি ডেলিভারি দিতে শিলিগুড়ি গিয়েছিলেন শুভজিৎ। ফেরার কথা ছিল গতকাল। কিন্তু ১১ বছরের মেয়ের জন্মদিনের জন্য তৎকালের টিকিট কেটে একদিন আগে ফিরছিলেন। সঙ্গে ছিলেন পাড়ার বন্ধু সূর্যশেখর পাণ্ডে। দুর্ঘটনার সময় পাশের কামরার শৌগাচারে যান। অল্পের জন্য বেঁচে যান বছর তিরিশের সূর্যশেখর। তাঁর কাছ থেকেই শুভজিতের মৃত্যুর খবর জানতে পারে পরিবার।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওই দিন উপস্থিত ছিলেন কলকাতার এক প্রবীণ নাগরিকও
অপরদিকে, কলকাতার ফুলবাগানের ৬২ বছর বয়সী বাসিন্দা শঙ্করমোহন দাসেরও এই রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তিনি ছিলেন ওই ট্রেনেরই পার্সেল ভ্যানের কর্মী। অবসর হয়েও যাওয়ার পর ছিলেন এক্সটেনশনে। কিন্তু এক লহমায় সব শেষ। মৃত্যুর পর, তাঁর পরিবার রেলের বিরুদ্ধে 'পাশে না দাঁড়ানোর' অভিযোগও তুলেছে।
ফের প্রশ্নের মুখে রেলের পরিষেবা
ফের একটা ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু। সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ। ফের প্রশ্নের মুখে রেলের পরিষেবা।এরজন্য দায়ী কে? এনিয়ে, কাঁটাছেড়া না করেই সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রাথমিকভাবে মালগাড়ির মৃত চালক অনীল কুমারের ঘাড়ে দোষ চাপায় রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন, বীরভূমে গ্রামের দখল নিতে দুটি গোষ্ঠীর লড়াই, ব্যাপক বোমাবাজি
সিগন্যাল ছিল থামানোর জন্য, তা সত্ত্বেও ট্রেন এগিয়ে গেছে : রেলবোর্ড চেয়ারপার্সন
গতকাল রেলবোর্ড চেয়ারপার্সন ও CEO জয়া বর্মা সিনহা বলেন, 'সিগন্যাল ছিল থামানোর জন্য। তা সত্ত্বেও ট্রেন এগিয়ে গেছে। পিছনের মালগাড়ির থেমে যাওয়া উচিত ছিল। এটাই প্রাথমিক অনুমান করা হচ্ছে। বিস্তারিত জানার পরই সবটা বোঝা যাবে।' এটা কি মানুষের ভুলে দুর্ঘটনা? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি গতকাল বলেন, 'এখনও পর্যন্ত তাই মনে হচ্ছে। দুর্ভাগ্যবশত যিনি ট্রেনের চালক ছিলেন, তাঁর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।'যা নিয়ে সোমবারই প্রশ্ন তুলেছে রেলওয়ে কর্মচারীদের সংগঠন। আর এবার লোকো পাইলটদের ডিউটি রোস্টার নিয়ে নিয়েও প্রশ্ন তুলল রেলওয়ে মেনস ইউনিয়ন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।