বার্বাডোজ: গ্রুপ পর্বের লড়াই শেষ। ১৯ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের লড়াই। বৃহস্পতিবার, ২০ জুন ভারতীয় দল (Indian Cricket Team) সুপার এইটের সফর শুরু করবে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) ম্যাচ দিয়ে। এই পর্বে ভারতীয় দলের লক্ষ্য কী হবে? স্পষ্ট জানিয়ে দিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
ভারতীয় অধিনায়ক সম্প্রতি বিসিসিআইয়ের আপলোড করা এক ভিডিওতে বলেন, 'আমরা নিজেদের দক্ষতা এবং দলগতভাবে আমরা কী করতে পারি, সেই বিষয়ে নজর দিতে আগ্রহী। আমরা তো এখানে প্রচুর ম্যাচ খেলেছি। সকলেই নিজের নিজের ভূমিকা সম্পর্কে অবগত। সকলেই তাই মাঠে নামতে এবং নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে।'
সেই ১২ জুন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। ভারত-কানাডার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এক সপ্তাহ কোনওরকম ম্যাচ খেলেননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে তা নিয়ে বিশেষ চিন্তিত নন ভারতীয় অধিনায়ক। বরং তাঁর বিশ্বাস টিম ইন্ডিয়ার তারকা সকলেই মাঠে নেমে দলের হয়ে পার্থক্য গড়ে দেওয়ার জন্য উৎসুক।
রোহিত বলেন, 'গোটা দলের মধ্যেই মাঠে নেমে বিশেষ কিছু করার তাগিদ রয়েছে। সকলেই দলের হয়ে পার্থক্য গড়ে দিতে মুখিয়ে রয়েছে এবং আমরা কিন্তু আমাদের প্রতিটি অনুশীলন সেশনকেই দারুণ গুরুত্ব দিই। প্রতিটি অনুশীলন সেশন থেকেই তো কিছু না কিছু প্রাপ্তি হয়। অনেকদিন পর আমরা প্রথম ম্যাচে খেলব বটে। কিন্তু তারপরের দুই ম্যাচের মধ্যে ব্যবধান মাত্র তিন-চার দিনের। হ্যাঁ, একটু চাপ হবে বটে, তবে আমরা তো এইসব বিষয়ে অভ্যস্ত। আমরা গোটা বছর জুড়েই এমনভাবে খেলে আসি। তাই এই সংক্রান্ত কোনও অজুহাত দেওয়া চলবে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ফিটনেসে সমস্যা! দল হিসাবে খেলেন না পাকিস্তানি তারকারা! বিশ্বকাপে ভরাডুবির পরে বিস্ফোরক কার্স্টেন?