সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ, রুমা পাল, কলকাতা: সল্টলেকে (Saltlake) সিবিআই (CBI) দফতরের সামনে আমরণ অনশনে বসলেন কাঁকুড়গাছির (Kankurgachi) নিহত বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। তাঁর দাবি, খুনের তদন্তে সক্রিয় নয় সিবিআই (CBI)। 


ভাইয়ের খুনের তদন্তে যথেষ্ট তৎপর নয় সিবিআই (CBI) । এ বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সক্রিয়তার দাবিতে শনিবার, আমরণ অনশনে বসলেন কাঁকুড়গাছির (Kankurgachi) নিহত বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দাদা বিশ্বজিৎ সরকার । এদিন সকাল ১১টা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই (CBI) দফতরের সামনে এক বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে আমরণ অনশনে বসেন তিনি ।


গত বছরের ২ মে । বিধানসভা ভোটের (Assembly Election) ফল ঘোষণার পরই, মৃত্যু হয় কাঁকুরগাছির বাসিন্দা, বিজেপির (BJP) শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারের। পরিবারের অভিযোগ, ভোটের ফল বেরনোর দিন শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে । ঘটনার দিন, যখন বাড়িতে হামলা হয়েছিল, সেই মুহূর্তে ফেসবুক লাইভ করেছিলেন অভিজিৎ । এরপর হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI) ।


আরও পড়ুন: Enforcement Directorate : বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে টাকা পাচারের অভিযোগ, গ্রেফতার ৬ বাংলাদেশি


কিন্তু, মৃত্যু-তদন্তে সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে এর আগে একাধিকবার সরব হয় অভিজিতের পরিবার। এ নিয়ে শিয়ালদা আদালতেরও (Sealdah Court) দ্বারস্থ হয় তারা । এবার সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরের সামনেই অনশনে বসে পড়লেন নিহতের দাদা । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । ২ ঘণ্টা পর আমরণ অনশনে বসা বিশ্বজিৎ সরকার (Biswajit Sarkar) ও এক বিজেপি কর্মীকে (BJP) আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনুমতি ছাড়াই অনশনে বসেছিলেন দু’জন।