Kasba College News: কসবাকাণ্ডে তৃণমূল বিধায়ক মদন মিত্রর মন্তব্য নিয়ে তোলপাড়। 'ওখানে যদি ওই ছাত্রী না যেতেন তাহলে এই ঘটনা ঘটত না', সংবাদসংস্থা এএনআই- কে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। কসবার আইন কলেজের ঘটনা নিয়ে আর কী কী বলেছেন মদন মিত্র? তৃণমূল বিধায়ককে বলতে শোনা গিয়েছে, 'এই ঘটনার নিন্দা করার ভাষা আমার নেই। দুনিয়ার সবচেয়ে নোংরা কাজ এটা। কসবার এই ঘটনায় মেয়েদের কাছে, পড়ুয়াদের কাছে একটা বার্তা পৌঁছে গিয়েছে। যদি চেনা-পরিচিত কেউ ডাকে, যেদিন কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, ইউনিটের কিছু বানিয়ে দেবে, যেও না, ভাল হবে না। মেয়েটি ওখানে না গেলে এই ঘটনা ঘটত না। যদি যাওয়ার সময় কাউকে বলে যেত, ২ জন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত, তাহলে এই ঘটনা ঘটত না। যে এই নোংরা কাজ করেছে, সে পরিস্থিতির সুযোগ নিয়েছে। আমাদের পার্টি এমন কাজকে কখনও রেয়াত করবে না।' 

ইতিমধ্যেই এক অভিযুক্তের সঙ্গে শাসক দলের অনেক নেতার ছবিই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে মদন মিত্র বলেছেন, 'তৃণমূল কংগ্রেস এখন একটা এত বড় পার্টি যে সবাই কোনও না কোনও ভাবে এর সঙ্গে যুক্ত। কেউ সামনে থেকে আসে। কেউ পিছন থেকে আসে। কেউ পাশ থেকে আসে। আমরা সকলের সঙ্গেই ছবি তুলি। কার ভিতরে কী আছে সেটা তো সাইকোলজিস্ট ছাড়া কেউ বুঝবেন না। এটা খুবই খারাপ ঘটনা ঘটেছে। সরকার এই ঘটনার পুরো বিরোধিতা করছে। পুলিশ তল্লাশি করে অভিযুক্তদের গ্রেফতার করেছে। একটা মিছিলে লাখ লাখ লোক যায়। সেখানে যদি দু'টো লোক গিয়ে ছবি তুলে বলে আমরা তৃণমূল নেতা, এখানে দেখতে হবে তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী। তৃণমূল কংগ্রেস এই ঘটনার শুধু নিন্দা নয়, কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।' 

তৃণমূল বিধায়ক মদন মিত্রর মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করে এক্স মাধ্যমে পোস্ট করেছেন বিজেপি'র আইটি সেলের প্রধান অমিত মালব্য। 'নির্যাতিতার ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা' এক্স পোস্টে লিখেছেন তিনি।