হিন্দোল দে, কলকাতা: কসবায় (Kasba) স্কুলের ৫তলা থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু। প্রজেক্ট জমা দিতে না পারায় মানসিক চাপ দেওয়ার অভিযোগ। স্কুলের ৫তলা থেকে পড়ে দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু। রথতলার সিলভার পয়েন্ট হাইস্কুলে (Silver Point High School) ছাত্রের রহস্যমৃত্যু।                                  


এখনও পর্যন্ত ছাত্রের মৃত্যু নিয়ে মেলেনি স্কুলের প্রতিক্রিয়া। স্কুলের মধ্যেই অত্যাচার করে মেরে ফেলার অভিযোগ। 'কান থেকে রক্ত, হাড় ভাঙেনি, তাহলে কীভাবে উপর থেকে পড়ে মৃত্যু', ৫তলায় কী করতে ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছিল? প্রশ্ন পরিবারের। আত্মহত্যা কিংবা দুর্ঘটনা নয়, ছাত্রের মৃত্যুতে প্রশ্ন পরিবারের । যাদবপুরে হস্টেলের ৩ তলা থেকে ছাত্রের মৃত্যুর পর এবার স্কুলের ৫তলা থেকে পড়ে মৃত্যু। মারধরে মৃত্যু, তারপরে ছাদ থেকে পড়ে মৃত্যুর তত্ত্ব, দাবি পরিবারের। 'করোনার সময় বেতন বৃদ্ধির প্রতিবাদ করায় দেখে নেওয়ার হুমকি', হুমকি দেওয়া হয়েছিল স্কুলের তরফে, দাবি নিহত ছাত্রের পরিবারের। ৫তলায় ২ ছাত্রকে নিয়ে গিয়েছিলেন ৫ শিক্ষিকা, দাবি পরিবারের।                                              


মৃত ছাত্রের বাবা বলেন, 'আমার ছেলের আজ দুটো প্রজেক্ট স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল। ও একটা প্রজেক্ট নিয়ে যায়। গোটা ক্লাসের সামনে ওকে বলা হয় কান ধরো। হয়তো ওঁর মনে কোথাও দাগ পড়ে গিয়েছে। এরপর ছেলেটা যে কোথায় চলে গেল স্কুলের কেউ জানতে পারল না। কোনও সিকিউরিটি নেই? এখন বলছে ও ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এদিকে এর আগে আমাকে ফোনে বলা হয়েছিল যে ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কোনটা সত্যি?'       


আরও পড়ুন, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, সরকারি ব্লাড ব্যাঙ্কে অপ্রতুল প্লাজ়মা, শঙ্কায় রোগীর আত্মীয়রা


স্কুলের বিরুদ্ধে অভিযোগ তুলে মৃত ছাত্রের বাবা বলেন, 'আমার ছেলে যদি এভাবে পড়ে যায় তবে তো হাড় ভেঙে যাওয়ার কথা। আমি বডি দেখেছি। কোথাও তেমন আঘাত নেই। কান আর মুখ দিয়ে রক্ত বেরচ্ছে শুধু। আমরা পুলিশের দ্বারস্থ হব। রাজ্য সরকারের প্রতি অনুরোধ এর সঠিক তদন্ত হোক।'