কলকাতা: ফের টেস্ট পেপারে কাশ্মীর-বিতর্ক (Kashmir Controversy)। একই ভুল এবার বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ (ABTA) প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারে। 'আজাদ কাশ্মীর কী'? সঠিক উত্তর লিখলে মিলবে ২ নম্বর। মাধ্যমিকের (Madhyamik 2023) টেস্ট পেপারের প্রশ্নে পাকিস্তানের ভাষা কেন? কীভাবে এই বিতর্কিত বিষয় নজর এড়িয়ে যাচ্ছে প্রশ্ন কর্তা বা মডারেটরদের? সমালোচনার মুখে পড়ে ভুল স্বীকার করেছে এবিটিএ। মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত টেস্ট পেপারেও 'আজাদ কাশ্মীরে'র ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়। বিতর্কের মুখে 'আজাদ কাশ্মীর'কে কাশ্মীর করতে বলা হয়।                                                                                             


ফের টেস্ট পেপারে কাশ্মীর-বিতর্ক: মধ্যশিক্ষা পর্ষদের পর এবার All Bengal Teachers Association, বামপন্থী শিক্ষক সংগঠন ABTA প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারেও সেই একই ভুল। তবে ম্যাপ পয়েন্টিং নয়, ২ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, 'আজাদ কাশ্মীর কী'। ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে শোরগোল, ফের প্রশ্ন উঠেছে, মাধ্যমিকের টেস্ট পেপারের প্রশ্নে পাকিস্তানের ভাষা কেন? কীভাবে এই বিতর্কিত বিষয় নজর এড়িযে যাচ্ছে প্রশ্ন কর্তা বা মডারেটরদের? সমালোচনার মুখে পড়ে ভুল স্বীকার করে নিয়েছে ABTA। শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, “আমাদের ভুল হয়েছে। এটা কখনওই উচিত নয়। মডারেটরের চোখ এড়িয়ে গেছে। ভবিষ্য়তে সতর্ক থাকতে হবে। যাতে এরকম ভুল আর না হয়।’’                                                                                                                                            


সামনেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবে কয়েক লক্ষ পরীক্ষার্থী। তার আগে প্রকাশিত টেস্ট পেপার নিয়ে দানা বাঁধছে বিতর্ক। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রশ্নপত্রে ভারতের ম্যাপ পয়েন্টিং দেওয়া হয় 'আজাদ কাশ্মীর'।তীব্র বিতর্কের মুখে পড়ে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে, আজাদ কাশ্মীরকে, কাশ্মীর করতে বলা হয়। এবার একই বিতর্ক বাধল এবিটিএ-র টেস্ট পেপার নিয়ে।


আরও পড়ুন: Dilip Ghosh: 'টাকার বিনিময়ে জেলা পরিষদে চাকরি', অজিত মাইতিতে নিশানা দিলীপ ঘোষের


Education Loan Information:

Calculate Education Loan EMI