কলকাতা: কড়েয়া থানা এলাকার দিলখুশা স্ট্রিটে দুষ্কৃতী দৌরাত্ম্য। অভিযোগ, গতকাল রাতে এক পাড়ার বাসিন্দাদের ওপর আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে চড়াও হয় পাশের পাড়ার দুষ্কৃতীরা। বাঁশ-লাঠি ছাড়াও, বন্দুকের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ। মহিলা-সহ বেশ কয়েকজন আহত হন। তাঁদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বীরভূমে দুষ্কৃতী গ্রেফতার: পঞ্চায়েত ভোটের আগে বোমা-বারুদের স্তূপে বীরভূম (Birbhum)। এবার খয়রাশোলের বড়রা গ্রাম থেকে অস্ত্র-সমেত কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল কাঁকড়তলা থানার পুলিশ (West Bengal Police)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, শেখ ইসমাইল নামে ওই দুষ্কৃতী ২০১৯-এ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে ফেরার ছিল । গতকাল গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোলে অভিযান চালিয়ে দুষ্কৃতীর বাড়ি থেকেই তাকে গ্রেফতার (Arrest) করে পুলিশ ।
হোটেলে দুষ্কৃতী তাণ্ডব: মালদার ইংরেজবাজারে বিজেপি জেলা সভাপতির হোটেলে দুষ্কৃতী তাণ্ডব। পুলিশ পরিচয়ে হোটেলে ঢুকে কর্মীদের মারধর, মোবাইল ফোন ছিনতাই ও রেজিস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ । উঠল বহিরাগতদের বিরুদ্ধে। ইংরেজবাজারের (English Bazar) রবীন্দ্র অ্যাভিনিউয়ে হোটেল রয়েছে বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষের। অভিযোগ, শুক্রবার পুলিশ পরিচয় দিয়ে একজনের খোঁজ করার নামে হোটেলে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা । সিসি ক্যামেরার ফুটেজ (CCTV Footage) জমা দিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটাই তার প্রমাণ, দাবি হোটেল মালিকের । ও বিজেপি (BJP) জেলা সভাপতির । পুলিশের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল (TMC) নেতৃত্ব ।
সিঁড়ি দিয়ে একে একে ওপরে উঠে আসছেন ৪ যুবক । সবার পরণেই সাধারণ পোশাক। একজন তো জামা না পরে, নিয়েছেন কাঁধে । তাঁরা এসে এক ব্যক্তির খোঁজ করে, খতিয়ে দেখেন রেজিস্টার । সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আঙুল উঁচিয়ে শাসানি চলছে । পুলিশ পরিচয় দিয়ে হোটেলে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । হোটেলের কর্মচারীদের মারধরের পাশাপাশি, ছিঁড়ে দেওয়া হল রেজিস্টার। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মালদা (Malda) শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় ।
আরও পড়ুন: WB Ram Navami: আজ রামনবমী, রাজ্যজুড়ে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির