কলকাতা: লাল শাড়ি, সঙ্গে যথাযথ রূপটান। ভারি গয়নায় ঝলমল করছিলেন তিনি। যেন এখনই শট দিতে যাবে বা ব়্যাম্পে হাঁটবেন। কিন্তু নাহ.. এত সেজেগুজে, রুক্মিণী মৈত্র (Rukmini Mitra) হঠাৎ হাজির ক্রিকেটের বাইশ গজে? ব্যাট হাতে জমিয়ে চলল খেলা। আর কখনও উইকেট কিপার বা কখনও বোলার রইলে দেব (Dev)।
বুধবার সোশ্যাল মিডিয়ায় এমনই একটু মজার ভিডিও শেয়ার করে নিয়েছেন রুক্মিণী। আঁচল কোমরে গুঁজে দিব্যি ব্যাটিং করে চলেছেন রুক্মিণী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, 'রুক্মিণী প্রিমিয়ার লীগের দ্বিতীয়ভাগে সবাইকে স্বাগত। প্র্যাকটিসে নেই অনেকদিন.. কিন্তু শাড়ি পরার জন্য একটুও দুঃখিত নই।' এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা গেল, কুছ কুছ হোতা হ্যায়-র সেই বিখ্যাত গান, 'লড়কি বড়ি অঞ্জানি হ্যায়'। আর কখনও উইকেট-কিপার, কখনও আবার বল হাতেও দেখা গেল দেব-কে। একবার তো রুক্মিণীর ক্যাচও ধরলেন তিনি। শেষমেষ রুক্মিণীর হাত থেকে তাঁকে ব্যাট নিয়ে নিতেও দেখা গেল।
কাজের দিক থেকে, সদ্য মুক্তি পেয়েছে রুক্মিণীর ছবি 'বুমেরাং'। এই সিনেমায় রুক্মিণীর বিপরীতে দেখা গিয়েছে জিৎ-কে। দেবের বিপরীতে রুক্মিণীকে শেষ দেখা গিয়েছিল ব্যোমকেশ ও দুর্গরহস্যতে। আগামীতে আসছে রুক্মিণীর বহু-প্রতীক্ষিত ছবি 'নটি বিনোদিনী' (Noti Binodini)। এই ছবিতে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। এই ছবিটির জন্য বেশ কিছুটা ওজন বাড়িয়েছিলেন রুক্মিণী। বিনোদিনীর যে লুক ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, সেগুলো নিয়ে হইচই হয়েছে। দর্শকদের মধ্যে জনপ্রিয়ও হয়েছে রুক্মিণীর লুক। নায়িকা নিজেও এই ছবিটা নিয়ে ভীষণ আগ্রহী। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
অন্যদিকে আগামীতে রুক্মিণীকে দেখা যাওয়া কথা দ্রৌপদী-রূপেও। সেই ছবির ঘোষণ হয়েছে মাত্র। এখনও শুরু হয়নি মূল ছবির কাজ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।