মুম্বই: ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে বিগ বি-কে ভর্তি করা হয়েছে। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে অমিতাভ বচ্চনের।  


'আমি চিরকৃতজ্ঞ'


কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা অমিতাভ বচ্চনকে। এদিকে শুক্রবার এক্সহ্যান্ডেলে একটু পোস্টও করেন বর্ষীয়ান এই অভিনেতা। যেখানে 'আমি চিরকৃতজ্ঞ' প্রকাশ করেন তিনি। কিন্তু কেন এই কথা লিখেছেন, প্রশ্ন জাগে অনুরাগীদের মনে। কারণ তখনও খবর প্রকাশ্যে আনা হয়নি। মূলত, সম্প্রতি ইভেন্টে গিয়ে অসুস্থ অনুভব করেন। এরপরেই তাঁকে শারীরিক পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


একাধিকবার অতীতে অসুস্থ হয়ে পড়েছিলেন বিগ বি


এই প্রথমবার নয়, আগেও একাধিকবার অতীতে অসুস্থ হয়ে পড়েছিলেন বিগ বি। এদিকে চলতি বছরের শুরুতেই, তাঁর হাতে অস্ত্রোপচার হয়েছিল। যার ছবিও তিনি সেসময় শেয়ার করেছিলেন। প্রতিবারই তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের দলকে প্রার্থনা করতে দেখা গিয়েছে। অমিতাভের ছবি বসিয়ে মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে মুম্বই,কলকাতায় যজ্ঞ করার ছবিও উঠে আসতে দেখা গিয়েছে। 






আচমকা তারই মাঝে ছন্দপতন


এখানেই শেষ নয়, মার্চ মাসে হায়দ্রাবাদে প্রভাসের সঙ্গে 'কালকি ২৮৯৮ এডি' ছবির শুটিং করছেন, আচমকাই ব্যাক পেনের জেরে বেড রেস্টের নিতে হয়। যার জেরে ফের চুক্তি হয়ে যাওয়া কাজগুলি একটু পিছিয়ে যায়। সম্প্রতি তিনি এনিয়ে সোশ্যাল সাইটে উল্লেখও করেন। কিন্তু আচমকা তারই মাঝে ছন্দপতন।


৩৩ বছর পর রজনিকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি


অতীতে তিনি তাঁর একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিনয় জীবনে তাঁর একাধিক অস্ত্রোপচার হয়েছে। যার কিছু অংশ হাতেও রয়েছে। তবে এই সব কিছু তাঁকা দমিয়ে রাখতে পারেনি। বড় হাত ঢাকা পোশাকে নিচেই রয়েছে সেই সব সত্য । উল্লেখ্যযোগ্য, সম্প্রতি ৩৩ বছর বাদে সম্প্রতি 'থালাইভার ১৭০' ছবিতে তিনি রজনিকান্তের সঙ্গে কাজ করেছেন।


 আরও পড়ুন, কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ'-এর ভূয়সী প্রশংসা করতে গিয়ে 'ভুল' করে ফেললেন সলমন খান


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)