অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য, উত্তর ২৪ পরগনা: রবিবার দুর্ঘটনার পরেও সোমবার দিনভর ঝুঁকির পারাপার চলল খড়দায় লেভেল ক্রসিংয়ে। মানুষ, সাইকেল, গাড়ি সবই পার হল। তবে কি দুর্ঘটনার পরেও সতর্ক হতে নারাজ স্থানীয় বাসিন্দারা? অন্যদিকে দুর্ঘটনার পরে একটি FIR দায়ের করেছে রেল। 


ভয়াবহ দুর্ঘটনা (Kharda Accident)! যা হয়তো আরও মারাত্মক হতে পারত। রবিবার খড়দায় লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া ২টি গাড়িতে দ্রুতগতিতে এসে ধাক্কা মারল ট্রেন। ওই ২ টি গাড়িতে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। রবিবার রাতে খড়দা স্টেশন লাগোয়া ৯ নম্বর লেভেল ক্রসিং বন্ধ হচ্ছিল। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় বিটি রোডের দিক থেকে রহড়াগামী দু'টি গাড়ি সিগনাল না মেনে, রেললাইনে উঠে পড়ে। এর মধ্য়ে অন্য প্রান্তের গেট বন্ধ হয়ে যায়। ট্রেনের সিগন্যাল সবুজ হয়ে যায়। তারপরই প্রচণ্ড গতিতে আসা ট্রেনটি ধাক্কা মারে গাড়িতে।


কিন্তু, এই মারাত্মক দুর্ঘটনার পরও কি হুঁশ ফিরেছে? সোমবার খড়দায় গিয়ে দেখা গেল--- লেভেল ক্রসিংয়ে আরপিএফ মোতায়েন করা হয়েছে। তারপরেও চলছে ঝুঁকির পারাপার। কখনও গেট বন্ধ হচ্ছে দেখেও, লাইন পারাপার করছেন মানুষজন। কখনও সেই অবস্থায় পার হচ্ছে সাইকেল, গাড়ি। স্থানীয়দের দাবি, এটা এখানকার রোজকার ঘটনা।


গত কয়েক বছর ধরে এখানে একটি ওভার ব্রিজ বা আন্ডারপাস তৈরির আবেদন করছেন বাসিন্দারা। কিন্তু, আজ অবধি তা বাস্তবায়িত হয়নি। রবিবারের দুর্ঘটনার পর, এই বিষয়টি নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের (Eastern Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'আগামী দু একদিনের মধ্যে স্থানীয় প্রশীসনের সঙ্গে আন্ডার পাস তৈরির বিষয়ে আলোচনা করা হবে। গাড়ি চালকদের দোষ ছিল। স্লাইডিং বা আরও উন্নত রেল গেটের বিষয়ে ভাবা হচ্ছে।'


দুর্ঘটনার পরে রেলের তরফে FIR দায়ের করা হয়েছে। দুর্ঘটনার ফলে রেলের একটি গেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে অভিযোগে। রেলের তরফে দাবি, যে দুটি গাড়ি ঢুকে পড়েছিল, তাদের চালকের তাড়াহুড়োর জন্যেই এই দুর্ঘটনা।  সোমবার দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন রেলের আধিকারিকরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: শরীরের এখানে তিল রয়েছে? জীবনে যে কোনও বিপদ এড়াতে পারবেন আপনি