সৌমিত্র রায়, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: খিদিরপুরে (Khidirpur) ভয়াবহ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল কাউন্সিলর-পুত্রের। গাড়ির ওপর লরি উল্টে পড়ায় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তার জেরেই দুর্ঘটনা। খানাখন্দে ভরা রাস্তায় আলোও পর্যাপ্ত নয়।                                              


গ্যারাজ থেকে গাড়ি নিয়ে বেরনোর পরই প্রাণঘাতী দুর্ঘটনা। গর্ত ভরা বেহাল রাস্তায় গাড়ির ওপর উল্টে গেল সার বোঝাই লরি। খিদিরপুরের বাবুবাজারে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির চালক, তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারি রামের ছেলে রামকিঙ্কর রামের।  কিন্তু কেন আচমকা উল্টোদিক থেকে আসা লরি উল্টে পড়ল গাড়ির ওপর? 
এর জন্য বেহাল রাস্তাকেই দুষছেন স্থানীয় বাসিন্দারা।                                                        


কাঁটাপুকুর থেকে বাবুবাজারের এই রাস্তার অবস্থা অনেকদিন ধরেই বেহাল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। রাস্তায় বড় বড় গর্ত। তাতে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। রাস্তা খানাখন্দে ভর্তি।  তার ওপর রাস্তায় পর্যাপ্ত আলো নেই। দুধারে গাড়ি পার্ক করা থাকায় রাস্তায় অপরিসর।                                                                 


আরও পড়ুন, খিদিরপুরে লরির চাকায় পিষ্ট গাড়ি, বেঘোরে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের     


 
খিদিরপুরের স্থানীয় বাসিন্দা বলেন, রাস্তার অবস্থা খারাপ। খানাখন্দে ভর্তি। রাস্তায় পর্যাপ্ত আলো নেই। ঝুঁকিপূর্ণ যাতায়াত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেহেতু এই রাস্তা দিয়ে বন্দরের দিকে যাওয়া যায়, তাই এই রাস্তা দিয়ে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করে। রাস্তা সারানো হলেও তা অল্পদিনে ফের আগের অবস্থায় ফিরে আসে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।                                           


অন্যদিকে, এদিন দুপুরেই কলকাতা পুরসভার মেয়র জানান, পুজোর আগে শহরের বেহাল রাস্তা সারানো হবে। কলকাতা পুলিশের কাছ থেকে ৪৩টি বেহাল পথের তালিকা পুরসভা পেয়েছে। শহরের সেই বেহাল পথ শনিবার রাতে কেড়ে নিল তৃণমূল কাউন্সিলরের ছেলেকে।