কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট। ঠিক তার আগেই ঘটেছে সন্দেশখালির ঘটনা। এদিকে তারপর গার্ডেনরিচের বহুতল বিপর্যয় (Garden Reach Building Collapse Incident)। বলাইবাহুল্য প্রত্যেকটি ঘটনাতেই চাপ বেড়েছে শাসকদলের অন্দরে। গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে ১২ জনের প্রাণহানির পর টনক নড়েছে কলকাতা পুরসভার (KMC)। এবার বেআইনি বাড়ি চিহ্নিত করতে অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেআইনি বাড়ি চিহ্নিত করবে 'অ্যাপ'
পুরসভা সূত্রে খবর, প্রতিটি ওয়ার্ডে ঘুরে বেআইনি বাড়ি চিহ্নিত করে GPS অন করে তার লোকেশন যাচাই করে ছবি তুলে এবং আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করে পাঠানো হবে পুরসভায়। এই কাজে ব্যবহার করা হবে পুরকর্মীদের ভার্চুয়াল অ্যাটেনডেন্স অ্যাপ, যার পোশাকি নাম, KMC এমপ্লয়ি। ১ এপ্রিল থেকে এভাবে ওয়ার্ডে ঘুরে ঘুরে বেআইনি বাড়ির ছবি তোলার কাজ শুরু হবে। শনিবার এই অ্যাপ ব্যবহারের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ নিলেন কলকাতা পুরসভার ৯৩ জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ১৩ জন প্রযুক্তিবিদ।
গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের ঘটনায় অনুসন্ধান কমিটি
উল্লেখ্য, ইতিমধ্যেই গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের ঘটনায় অনুসন্ধান কমিটি গড়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, যুগ্ম পুর কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়াও পুর কমিশনার ধবল জৈনের গড়া এই অনুসন্ধান কমিটিতে আছেন পুরসভার জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা।
সব কিছু খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবে কমিটি
পাশাপাশি, থাকছে কলকাতা পুলিশ, BLLRO এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক। ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে পুরসভার এই অনুসন্ধান কমিটি। কলকাতা পুরসভা সূত্রে খবর, গার্ডেনরিচের ওই বহুতল নির্মাণের কোনও অনুমতি ছিল কি না, কীভাবে অনুমতি ছাড়াই বাড়ি তৈরি হল, বিদ্যুৎ বণ্টন সংস্থাই বা কী করে বিদ্যুৎ সরবরাহ করল, জমির চরিত্র বদল হয়েছে কি না, বাড়ি তৈরিতে কী ধরনের ইমারতি-সামগ্রী ব্যবহার করা হয়েছিল, বাড়ির মালিক কে বা কারা, সব কিছু খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবে পুরসভার অনুসন্ধান কমিটি।
আরও পড়ুন, এক দশকেরও উপর ভাল সম্পর্ক, চব্বিশে পৌঁছে প্রতিদ্বন্দ্বী, জোরদার প্রচারে অগ্নিমিত্রা ও জুন
প্রসঙ্গত, গার্ডেনরিচের ঘটনার পরেও রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। শহর থেকে জেলা সব জায়গায় অবৈধ কারবারের একই ছবি। তবে ইতিমধ্যেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব একাধিক পুরসভার পুরপ্রধান ও চেয়ারম্যানরা। আর এবার এই অ্যাপের মাধ্যমেই শহরের সমস্ত বেআইনি নির্মাণ নজরে আনা হবে।