কলকাতা: রবিবার সকালে ভোট দিয়েই বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। 'টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে বলে ফের দাবি করলেন বিজেপির (BJP) রাজ্যসভার সাংসদ। পুরভোটে (Municipality Vote) টাকা দিয়ে প্রার্থী কিনেছে বিজেপি আর তা ১০০ শতাংশ বিশ্বাস করেন রূপা। পাশাপাশি এও স্পষ্ট করেন 'আমি রাজ্য বিজেপির কেউ নই'। পুরভোটের (Kolkata Municipality Vote) বৈঠকের প্রসঙ্গ টেনে, এদিন নিশানা করলেন দিলীপ ঘোষকেও (Dilip Ghosh)। 


এ দিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম উল্লেখ করে বিজেপি (BJP) রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) বলেন, 'আমাদের সভাপতি নতুন এসেছে, তিনি অনেককিছুই চিনে বুঝে। দিলীপবাবুর (Dilip Ghosh) পুরো টিমটা রয়েছে। তারা যদি এখনও বদমাইশি না থামান, তাহলে তো মুশকিল।'



গত ৩০ নভেম্বর, কলকাতার পুরভোট নিয়ে ভার্চুয়াল বৈঠকের মাঝেই, ক্ষোভ উগড়ে দিয়ে ছেড়ে চলে গেছিলেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। তারপর থেকেই তাঁকে ঘিরে নানা বিতর্ক, নানা জল্পনা তৈরি হয়। কিন্তু নিজের অবস্থানেই অনড় রূপা (Roopa Ganguly)। 


আপনি তো রাজ্য বিজেপির (BJP) নির্বাচন কমিটির একজন মেম্বার পুরভোটে? এবিপি আনন্দের এই প্রশ্নের উত্তরে কার্যত ক্ষোভ উগড়ে রূপা বলেন, 'না, বেকার কোনও কমিটির মেম্বার হওয়ার কারণ নেই। কমিটিতে একটা কথা বলার জন্য, সিঙারা খাওয়ার জন্য আগ্রহী নই। ওরকমভাবে ডেকে একটা বৈঠকে বসিয়ে রেখে, সিদ্ধান্ত চারটে লোক নেবে।


কলকাতা পুরভোটে (Kolkata Municipality Election) ৮৬ নম্বর ওয়ার্ডে রাজর্ষি লাহিড়িকে প্রার্থী করেছে বিজেপি (BJP)। যেখানে গত ৫ বছর বিজেপির হয়ে কাউন্সিলর ছিলেন, প্রয়াত তিস্তা বিশ্বাস (Teesta Biswas)।


কিন্তু ৮৬ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রয়াত প্রাক্তন কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী সৌরভকে প্রার্থী না করায়, আগেই দলের বিরুদ্ধেই সরব হন রূপা। দলের বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পরপরই, ফেসবুকে নিজের পোস্টের কমেন্ট সেকশনের এক জায়গায়, বিজেপির ৮৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজর্ষি লাহিড়ি সম্পর্কে তিনি লিখেছিলেন, বন্ধুর পিছনে ছুরি মারা পাবলিক রাজর্ষি লাহিড়ি। রাজর্ষি কোনওদিন কারোর হতে পারে না। শিকদার আর এ রায়, টাকা নিয়ে সিটটা (৮৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীপদ) বিক্রি করেছে। সব প্রমাণ আমি দিয়ে ছাড়ব। এদিন ৯৪ নম্বর ওয়ার্ডে, নিজের ভোট দিয়ে ফের টাকার বিনিময়ে প্রার্থী করার অভিযোগে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। 


বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, দল সবই জানে না। তাঁকে ফের প্রশ্ন করা হয় তথাগত ও রূপার অভিযোগের সারবত্তা কার্যত এক পার্টিকে জানাননি কেন? এ নিয়ে রূপার উত্তর, আমার কাজ আমি করে যাই। 


৮৬ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে সমর্থন করেন না রূপা। এ প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, 
ওখানে বিজেপির প্রার্থীর পক্ষে নই আমি। আজও। তিস্তা মনে করত আমাকে এই রংটা মানায়, আজ ওর দেওয়া একটা শাড়ি পরে এসেছি আজকে। তিস্তাকে আমি ভালবাসি। আমরা রাজনীতি করতে এসেছি, মানুষকে ছেড়ে নয়। মানুষের জন্য রাজনীতিক করতে এসেছি। যে এতদিন ধরে খেটেছে, আমি তাঁর সঙ্গেই থাকব।