সন্দীপ সরকার, কলকাতা : কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে (BJP) পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা (Left)। কিন্তু ৩৬ বছর পর তৃণমূলের (TMC) কাছে ৯৮ নম্বর ওয়ার্ড খোয়াতে হল সিপিএম-কে (CPIM)। ফল ঘোষণার পরই নেতাজিনগরে DYFI-এর অফিস দখলকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা।


কলকাতা পুরভোটে সবুজ-সুনামি। ৩৬ বছর পর ৯৮ নম্বর ওয়ার্ড খোয়াল সিপিএম। বামেদের থেকে এই ওয়ার্ড ছিনিয়ে নিল তৃণমূল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৯৮ নম্বর ওয়ার্ডে সিপিএমের মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে ২৯৪ ভোটে পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তাঁর হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার ৯৮ নম্বর ওয়ার্ডের প্রেস্টিজ ফাইটে জেতার পর আবেগপ্রবণ হয়ে পড়েন দুই অরূপ। প্রার্থী অরূপকে জড়িয়ে ধরেন মেন্টর অরূপ। জয়ের পর নেতাজিনগরে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।


জয়ের সেলিব্রেশন করতে করতেই কব্জা করা হয় সিপিএমের যুব সংগঠন DYFI-এর একটি স্থানীয় অফিস। সাদা রং করে, টাঙিয়ে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার। যা নিয়ে চড়ছে রাজনৈতিক তরজা। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, 'এটা কলোনি কমিটির অফিস, এতদিন সিপিএমের পার্টি অফিস চলত, এখন এই অফিস থেকেই কলোনি কমিটির কাজ হবে।' বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'বাস্তুহারা কমিটির অফিস জবরদখল করেছে তৃণমূল, এটা সংসদীয় গণতন্ত্রের লজ্জা যে মন্ত্রী নিজে উপস্থিত থেকে গুণ্ডাবাহিনীকে লেলিয়ে দিয়ে এই কাজ করিয়েছেন।'



সবমিলিয়ে কলকাতা পুরভোটের ফলাফল বেরোনোর পর ফের একবার চড়তে শুরু করেছে বাম-তৃণমূল তরজা। প্রসঙ্গত, এবারের কলকাতা পুরভোটে বামফ্রন্ট জিতেছে ৯২ ও ১০৩ নম্বর ওয়ার্ডে। ৯২ নম্বর ওয়ার্ডে প্রায় ৩ হাজার ৪০০ ভোটে জিতেছেন সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। আর ১০৩ নম্বর ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৯২ ভোটে জিতেছেন সিপিএমের নন্দিতা রায়।


আরও পড়ুন- কলকাতার সবুজ সাগরে ১০ ভিন্ন রঙা দ্বীপ বিরোধীদের