কলকাতা: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই রাজ্যে পুরভোট। রবিবার দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮ শতাংশ। এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। এদিন সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ( (Kolkata Municipal Election 2021) ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। চলবে বিকেল ৫টা পর্যন্ত। 


উল্লেখ্য, এদিন দুপুরে লালবাজারে সাংবাদিক বৈঠকে দিনভরের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ জানিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার। কোথায় কোথায় উত্তেজনা? কী পদক্ষেপ নিল পুলিশ। দেখে নিন এক ঝলকে



  • হেয়ার স্ট্রিটে জৈন স্কুলে দুই প্রার্থীর মধ্যে বচসা

  • এই ঘটনাতেও গ্রেফতার করা হয়েছে

  • ভোটদান কোথাও বন্ধ হয়নি

  • শ্যামপুকুরে বুথে উত্তেজনা, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

  • দুপুর পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে

  • নির্বাচন কমিশনের থেকেও কিছু অভিযোগ এসেছে

  • এখনও পর্যন্ত বড় কোনও ঘটনার খবর নেই

  • ভোট শান্তিপূর্ণ ভাবেই চলছে

  • যেখানে জমায়েতের খবর এসেছে, সেখানেই পুলিশ পদক্ষেপ করেছে

  • যত অভিযোগ এসেছে, সব অভিযোগ খতিয়ে দেখা হয়েছে

  • সব জায়গায় পুলিশ রয়েছে

  • সব বুথে সশস্ত্র পুলিশ রয়েছে