KMC Election Result 2021:এবার থেকে প্রতি বছর রিপোর্ট কার্ড পেশ করবে কলকাতার পুরবোর্ড, জানালেন ফিরহাদ

কলকাতা পুরসভার যে বোর্ড গঠিত হবে, তা প্রতি বছর রিপোর্ট কার্ড পেশ করবে। এ কথা জানালেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বিদায়ী প্রশাসক ফিরহাদ হাকিম। 

Continues below advertisement

কলকাতা: মানুষের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেল (KMC Election 2021)। এবার কলকাতা পুরসভার যে বোর্ড গঠিত হবে, তা প্রতি বছর রিপোর্ট কার্ড পেশ করবে। এ কথা জানালেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বিদায়ী প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।  তিনি বলেছেন, এবার যে নতুন বোর্ড গঠিত হবে, সেই বোর্ডকে বাৎসরিক রিপোর্ট কার্ড পেশ করতে হবে জনসমক্ষে। এই রিপোর্ট কার্ডে থাকবে, কোন কোন কাজ ও পরিষেবার লক্ষ্য ছিল. সেগুলির মধ্যে কোনগুলি সম্পূর্ণ হয়েছে, কোনগুলি বকেয়া রয়েছে, বকেয়া থাকার কারণ কী, সেগুলি সম্পর্কে কী পরিকল্পনা , এগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকবে রিপোর্ট কার্ডে। এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র প্রশ্নের উত্তরে এই রিপোর্ট কার্ড সম্পর্কে জানান ফিরহাদ হাকিম।

Continues below advertisement

ফিরহাদ হাকিম বলেছেন, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে। কলকাতা পুরসভায় এত বড় জয় তৃণমূল এর আগে কখনও পায়নি। বিধানসভা নির্বাচনেও যত ওয়ার্ডে তৃণমূল এগিয়েছিল, পুরভোটে জয় এসেছে তার চেয়ে বেশি আসনে।  তিনি বলেছেন, এই জয় দলের বড় সাফল্য নিশ্চিত ভাবেই। কিন্তু একইসঙ্গে যত বড় জয়, তত বেশি দায়বদ্ধতা বেড়ে গিয়েছে। প্রত্যাশা পূরণে দিনরাত খাটতে হবে।এই দায়বদ্ধতাকে ধর্ম হিসেবে পালন করতে হবে। মানুষের আস্থার মর্যাদা রাখতে হবে।

ফিরহাদ জানিয়েছেন, এবার নতুন পুরবোর্ডের অগ্রাধিকার হবে এডিবি-র প্রকল্পের  কাজ শেষ করা। যেহেতু বৃষ্টির ধরণ বদলে গিয়েছে। ফলে জল জমার সমস্যার সমাধানই অগ্রাধিকার। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিকাশি ব্যবস্থার সংস্কার করা হবে। পাম্পিং স্টেশনের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

ফিরহাদ জানিয়েছেন,  দ্বিতীয়  অগ্রাধিকার হল পরিবেশ। বায়ুদূষণে রাশ টানতে হবে। শহরের সবুজ আরও বৃদ্ধি করতে হবে। এছাড়াও জল সরবরাহের মতো কাজগুলিকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।   

ফিরহাদ বলেছেন, আমরা দায়বদ্ধ কলকাতাবাসীর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের তৈরি করা  ইস্তেহার অনুযায়ী কাজ করতে হবে।  তিনি আরও বলেছেন, কোন কাজ করতে যাচ্ছি, কোনটা করতে পারলাম না, তা প্রতি বছর রিপোর্ট কার্ডের মাধ্যমে মানুষকে জানাতে হবে। কাউন্সিলরদের ‘যখন ডাকি ,তখন পাই’ হতে হবে। মানুষের পরিষেবায় নিযুক্ত থাকবে হবে।  নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে,  রাত ১০ টা অবধি ফোন ধরতে হবে। ফিরহাদের কথায় সেই সুরই শোনা গেল।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola