কলকাতা: মুখ বুজে খেটে গেলেও, পরিশ্রমের মূল্য পাননি। পুরভোটে টিকিট দেয়নি দল। তাই নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবেই ভোটে দাঁড়িয়েছিলেন আয়েশা কানিজ। কিন্তু কলকাতা পুরভোটে ৪৩ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেই ফের তৃণমূলে ফিরতে চাইছেন তিনি। তাঁর সাফ যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাজের মানুষ। নিজের ওয়ার্ডের উন্নয়নে তাই তৃণমূল নেত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করতে চান আয়েশা।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ১৩৪টি ওয়ার্ডে মঙ্গলবার জয়ী হয়েছে তৃণমূল। যে ১০টি ওয়ার্ড হাতছাড়া হয়েছে, তার মধ্যে ৪৩ নম্বর, ১৩৫ নম্বর এবং ১৪১ নম্বর—এই তিনটি ওয়ার্ডে নির্দল প্রার্থীরা তাদের হারিয়েছে। ৪৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের (TMC) শাগুফতা পরভীনকে হারিয়ে জী হয়েছেন নির্দল প্রার্থী আয়েশা। ১৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের আখতার নিজামি হারিয়ে রুবিনা নাজ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে শিবনাথ গায়েনকে হারিয়ে জয়ী হয়েছেন পূর্বাশা নস্কর।
কিন্তু জয়ের প্রাথমিক উচ্ছ্বাস কাটিয়ে ওই তিন নির্দল প্রার্থীই জানিয়ে দিলেন, নির্দল হিসেবে ভোটে জিতলেও আগামী দিনে তৃণমূলেরই হাত ধরবেন তাঁরা। রুবিনা জানিয়েছেন, তাঁর শ্বশুর সামসুজ্জামান আনসারি এমনিতেই তৃণমূলে রয়েছেন। স্বামীও তৃণমূলের সভাপতি স্তরে রয়েছেন। তাঁরা যেমন চাইবেন, সে ভাবেই এগোবেন এবং যেদিন চাইবেন, সে দিন তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন রুবিনা।
ভোটের প্রচারে লাগাতার যে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল পূর্বাশা নস্করকে। ভোটের দিন তৃণমূলের বিরুদ্ধে বুথ দখল করে রাখার অভিযোগ তুলেছিলেন। এমনকি এ দিন গণনাতেও ভোট কাটা হয়েছে বলে অভিযোগ করেন পূর্বাশা। কিন্তু ১৪১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হওয়ার পরই তাঁর ঘোষণা, “তৃণমূলে যোগ দেওয়া আগে থেকেই ঠিক হয়েছিল। সবাই সঙ্গে থাকলেই হল।”
৪৩ নম্বর ওয়ার্ডের আয়েশা জানিয়েই দিয়েছেন, মমতা কাজের মানুষ তিনি নিজেও কাজ করতে চান। তাই তৃণমূলে যোগ দেওয়াই লক্ষ্য তাঁর। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলও তাঁকে ডাকেনি, আর তিনিও কারও সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি বলে দাবি আয়েশা।
আরও পড়ুন: KMC Election Result 2021: কলকাতা পুরভোটে তৃণমূলের হ্যাটট্রিক, দখলে পুরসভার ৯০ শতাংশের বেশি আসন
বিজয়ী নির্দল প্রার্থীদের পাশে পেলে তৃণমূলের আসনসংখ্যা আরও বাড়বে। তবে সে নিয়ে দল, সর্বোপরি নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এ নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ বলেন, “যাঁরা আসতে চাইছেন, তাঁরা আবেদন করুন। দল সিদ্ধান্ত নেবে।” রুবিনার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে একদফা আলোচনা হয়েছে বলেও মেনে নেন ফিরহাদ। তবে বাকি দু’জনের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।