নয়াদিল্লি: সম্প্রতি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন 'বিগ বস ১৫'-এর (Bigg Boss 15) দুই প্রতিযোগী অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee) ও রেশমি দেশাই (Rashami Desai)। এবার সেই ঝগড়া নিয়ে মুখ খুললেন দেবলীনার ভাই অন্দীপ (Andeep)। কী বললেন তিনি?
ফাইনাল টাস্কের টিকিট নিয়ে ঝামেলার সূত্রপাত। এই সময় অপর প্রতিযোগী অভিজিৎ বিচুকালে (Abhijit Bichukale) হঠাৎই দেবলীনার সঙ্গে খারাপ ব্যবহার করেন। দেখা যায়, অভিনেত্রীর থেকে চুম্বন দাবি করছেন অভিজিৎ। আর অভিজিতের এই ব্যবহারে তাঁর সঙ্গ দিতে দেখা যায় অপর প্রতিযোগী ও অভিনেত্রী রেশমি দেশাইকে। এর ফলে শুরু হয় কথা কাটাকাটি যা শেষমেশ একটি বাজে রকমের লড়াইয়ের রূপ নেয়।
এক্ষেত্রে হস্তক্ষেপ করেন অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান (Salman Khan)। তিনি 'উইকেন্ড কা ওয়ার' পর্বে অভিজিৎ ও দেবলীনা দুই জনকেই তাঁদের ব্যবহার সম্পর্কে উপদেশ দেন। ক্ষোভ প্রকাশ করেছেন বহু অনুরাগী। কেন সঞ্চালক ও নির্মাতারা অভিজিতের এই ব্যবহারের সঠিক বিচার করেনি তাই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বহু অনুরাগী।
এ প্রসঙ্গে মুখ খুললেন দেবলীনার ভাই অন্দীপ। তিনি গৌহাটির এক বেসরকারি হাসপাতালে 'বিজনেস ডেভেলপমেন্ট অফিসার' হিসেবে কাজ করেন। তিনি রেশমি ও দেবলীনার মধ্যে যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল তার অবনতি নিয়ে মুখ খুললেন।
তিনি বলেন, 'রেশমির সঙ্গে দেবলীনার বন্ধুত্ব নিয়ে আমি বিশেষ কিছু বলব না। দেবো (দেবলীনা)-র স্বভাব আছে সকলকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেওয়া। আমি শুধু বলতে চাই ওদের উচিত বিষোদ্গার বন্ধ করে বন্ধুত্বের নামে ভুল উদাহরণ সৃষ্টি থেকে বিরত হওয়া।'
আরও পড়ুন: Sara Ali Khan: মাকে মিথ্যে বলে বন্ধুর সঙ্গে দেখা, কীভাবে ধরা পড়েন সারা আলি খান?
অভিজিতের ব্যবহারেও বেশ অসন্তুষ্ট অন্দীপ। দিদির সঙ্গ দিয়ে তিনি বলেন, 'আমার মনে হয় দেবো যেটা করেছে সেটা একেবারে ঠিক। কারও শালীনতার সীমা ছাড়ানো উচিত নয়। এবং যাঁরা বলছেন, 'আঙুল দিলে হাত ধরবে', তাঁদের একবার ভাবা উচিত যদি এমন কিছু তাঁদের মা, বোন, মেয়ে বা স্ত্রীকে বলে কেউ তাহলে একইভাবে অভিজিতের কাজের পক্ষ নেবেন তো তাঁরা? সঠিক পক্ষ নেওয়ার থেকে কোনও খেলা বড় হতে পারে না'
একইসঙ্গে অপর প্রতিযোগী তেজস্বী প্রকাশের (Tejasswi Prakash) প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন অন্দীপ। তিনি বলেন, 'তেজস্বীর কাছে আমি কৃতজ্ঞ সঠিক পক্ষ নেওয়ার জন্য়। আমার মনে ওখানকার প্রত্য়েক মহিলার ওর সঙ্গ দেওয়া উচিত ছিল।'
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'সাথ নিভানা সাথিয়া'-এর গোপী বহুর চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান দেবলীনা।