কলকাতা : বাড়ির আশেপাশে ক্যামেরা বসিয়ে তাঁর গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ (Barrackpore BJP Candidate Arjun Singh)। এই মর্মে তিনি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। অর্জুন সিংহের 'বাড়িতে কারা আসছেন নজর রাখছে পুলিশ।' হাইকোর্টে এমনই অভিযোগ জানিয়েছেন অর্জুন সিংহের আইনজীবী। এনিয়ে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন বিজেপি প্রার্থী অভিযোগ করে বলেন, 'আমার বাড়ির আশেপাশে ৮২টি ক্যামেরা। মানে, আমার প্রত্যেকটা গতিবিধিকে রেইকি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সাধারণ মানুষ থেকে কার্যকর্তা যাঁরাই দেখা করতে আসছেন, এমনকী মন্দিরের পুরোহিত যদি আমার বাড়িতে কেউ পুজো করতে আসেন তাঁকে ১০৭ কেটে দিয়েছে। ১১০ দিয়েছে যার বয়স ৭০ বছর। পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ধরনের কাজ করাচ্ছে। ক্যামেরা লাগিয়ে সবসময় নজরদারি চলছে। আমার সঙ্গে কে দেখা করতে আসেন...কে কথা বলতে আসেন...সবার ওপর নজরদারি চালাচ্ছে।'   


লোকসভা ভোটে তৃণমূলের টিকিট-প্রত্যাশী ছিলেন। কিন্তু, ব্যারাকপুর কেন্দ্রে পার্থ ভৌমিককে দাঁড় করায় তৃণমূল। তারপর থেকে ক্ষোভ-বিক্ষোভ দেখাচ্ছিলেন অর্জুন সিংহ। তাতেও কাজ না হওয়ায় শেষমেশ তিনি বিজেপিতে ফিরে যান । তাঁকে টিকিট দেয় গেরুয়া শিবির। তারপর থেকেই একে অপরের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়ে চলেছেন পার্থ ও অর্জুন।


গতকালই দেখা যায় তোলা-তরজা। একে অন্যের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন বিজেপি ও তৃণমূল প্রার্থী। ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে তোলা তুলে ক্যামাক স্ট্রিটে পাঠান পার্থ ভৌমিক। নদীর বুক থেকে, রাস্তা থেকে বালি তুলে পাচার করা হচ্ছে। ব্যারাকপুরে ভোটের প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থীকে নিশানা করেন অর্জুন সিং। উনি মোদিরও নন, দিদিরও নন, তাই বারবার দলবদল করেন। আর টাকা দিয়ে ভোট কেনেন। প্রচারে গিয়ে প্রতিপক্ষকে পাল্টা বেঁধেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এই আবহে কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security) পেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন তিনি।


আরও পড়ুন ; বাড়ছে অভিজিৎ, অর্জুনের নিরাপত্তার বহর , Y ও Z ক্যাটেগরির সুরক্ষা দিচ্ছে কেন্দ্র


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।