Kolkata: বেআইনি হুক্কা বার চালানোর অভিযােগ, সার্ভে পার্কে পুলিশি অভিযানে গ্রেফতার ৫

Kolkata News: বেআইনি ভাবে হুক্কা বার চালানোর অভিযোগ। গতকাল গভীর রাতে বাইপাস লাগোয়া সার্ভে পার্কে তল্লাশি। বেশ কিছুদিন ধরে ওই হুক্কা বার চলছিল বলে দাবি পুলিশের। 

Continues below advertisement

কলকাতা: সার্ভে পার্ক এলাকায় হুক্কা বারে কলকাতা পুলিশের অভিযান। কলকাতা গোয়েন্দা পুলিশের তল্লাশিতে গ্রেফতার ৫। বেআইনি ভাবে হুক্কা বার চালানোর অভিযোগ। গতকাল গভীর রাতে বাইপাস লাগোয়া সার্ভে পার্কে তল্লাশি। বেশ কিছুদিন ধরে ওই হুক্কা বার চলছিল বলে দাবি পুলিশের। 

Continues below advertisement

উল্লেখ্য, যোধপুর পার্কে (Jodhpur Park) চাঁদার নামে জুলুমের ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছিল সেই  ৫ জনেরই জামিন মিলেছে গতকাল। তৃণমূল নেতা (TMC Leader) বিজয় দত্ত-সহ ৫ অভিযুক্তেরই জামিন হয়েছে। ধৃতদের জেল হেফাজতের আবেদন করেছিল পুলিশ। জেল হেফাজতের আর্জি খারিজ করে দেয় আলিপুর আদালত। 

হুমকি, শাসানি, গ্রেফতারির পরেও ক্যাফেটেরিয়াকাণ্ডে অভিযুক্তদের জামিন। নিশ্চিন্ত হতে পারছেন না যোধপুর পার্কের ক্যাফের কর্ণধার স্মরলিপি চক্রবর্তী! তাঁর অভিযোগ, তোলাবাজির অভিযোগ জানিয়েছিলেন বলে, এবার ক্যাফেটেরিয়া ঘিরে শুরু হয়েছে বাইক বাহিনীর উপদ্রব।

পাশাপাশি সোশাল নেটওয়ার্কিং সাইটে, বদনাম রটানো হচ্ছে ক্যাফের নামে। কার্যত সাঁড়াশি আক্রমণ চলছে তাঁর বিরুদ্ধে! আর এই বিতর্কের মধ্যেই অভিযুক্ত ৫ জনকে শুক্রবার জামিন দিয়েছে আদালত! দুর্ভাবনা থেকে মুক্তি পেতে মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন স্মরলিপি।

উৎসবের নাম করে ক্যাফেতে (Cafe) তোলাবাজির অভিযোগ উঠেছিল। টাকা না দিলে ভাঙচুরের হুমকিও দেওয়া হয়। যোধপুর পার্কের (Jodhpur Park) ঘটনায় এক তৃণমূল নেতা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর, বিতর্কের জেরে যোধপুর পার্ক উৎসব বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘক্ষণ ধরে আঙুল উঁচিয়ে শাসানি! ছবি তুলতে গেলে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা! খাস কলকাতায় উৎসবের জন্য বিজ্ঞাপন চেয়ে তোলাবাজির অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নাম করে ক্যাফেটেরিয়ার মালিকের থেকে টাকা দাবি। চেক রেডি না রাখলে ক্যাফেতে ভাঙচুর চালানোর হুমকি। থানায় অভিযোগ জানাতে গেলে, রাস্তায় ফলো করার অভিযোগ উঠল বাইকবাহিনীর বিরুদ্ধে। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হন, দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের ক্যাফেটেরিয়া ‘আবার বৈঠকের’ মালিক। 

 
Continues below advertisement
Sponsored Links by Taboola