কলকাতা: করোনাভাইরাসে  (Coronavirus)দাপট বাড়ায় কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল। ১১-২৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে খোলা থাকবে কালীঘাট মন্দির। বাইরে থেকে দর্শনের ব্যবস্থা থাকছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো কালীঘাট মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন।


এর আগে ১ জানুয়ারিতেও একই সিদ্ধান্ত। অতিরিক্ত ভিড় হতে পারে, এই অনুমানের পরিপ্রেক্ষিতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধাজ্ঞা জারি হয়েছিল।


উল্লেখ্য, দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। এ রাজ্যও তার ব্যক্তিক্রম নয়। পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। কলকাতায় আক্রান্তের সংখ্যয়া সবচেয়ে বেশি।


বুধবারের পরিসংখ্যান অনুযায়ী  রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়েছিলেন ১৪,০২২ জন। শুক্রবার সংখ্যাটা একলাফে ১৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন (WB Department Of Health) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid Positive) হয়েছেন ১৫,৪২১ জন।  সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৯৩,৭৪৪ জন। 


এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। বুধবারের তুলনায় ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যাও। বুধবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ১৭ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে  করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,৮৪৬ জন। 


বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭,৩৪৩ জন।  রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪১,১০১ জন। বুধবারের তুলনায় যা ৮,০৫৯ জন বেশি। সরকারি হিসেবে বৃহস্পতিবার রাজ্যে সুস্থতার হার ৯৬.৪০ শতাংশ। 


করোনার সংক্রমণ রুখতে ইতিমধ্য়েই রাজ্য সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ জারি হয়েছে। বন্ধ হয়েছে স্কুল-কলেজ। সরকারি-বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ হাজিরার কথা বলা হয়েছে। লোকাল ট্রেন পরিষেবার সময় বেঁধে দেওয়া হয়েছে। মেট্রোতেও ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা চালু থাকার ঘোষণা করা হয়েছে।