অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কালীপুজো (Kali Puja 2022) উপলক্ষ্যে শহরজুড়ে যখন আলোর রোশনাই, ওঁদের জীবনে তখন শুধুই অমাবস্যার অন্ধকার। দীপাবলি কাটছে আঁধারেই। ধর্মতলায় (Dharmatala) মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে উচ্চ প্রাথমিক টেট (TET) চাকরিপ্রার্থীদের ধর্না এদিন ১২৫ দিনে পড়ল। রিলে অনশন চলছে ৭০ দিন ধরে। আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা। এর পাশেই রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চ। এদিন তাঁরা হীরক রাজার দেশে নাটকের মাধ্যমে নিয়োগ দুর্নীতি ও চাকরি-বঞ্চনার প্রতিবাদ জানান। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ৬৮ দিনে পড়ল গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান।
শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ! কালীপুজো উপলক্ষ্যে শহরজুড়ে যখন উৎসব, এঁদের জীবনে তখন শুধুই অন্ধকার। দীপাবলি কাটছে আঁধারেই! মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ৬৮ দিনে পড়ল SSC’র গ্রুপ-C ও গ্রুপ-D’র চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। কালীপুজোর সকালে এখানে অভিনব প্রতিবাদ দেখানো হয়।
‘দুর্নীতির দরবার’: হীরক রাজার দরবারের আদলে ‘দুর্নীতির দরবার’ নাম দিয়ে পথ-নাটিকার আয়োজন করলেন চাকরিপ্রার্থীরা। অভিনব বিক্ষোভে সামিল হয়েছেন ২০১৪’র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরাও।
১২৫ দিনে পড়ল আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের আন্দোলন। ৭০ দিন পড়ল রিলে অনশন। জীবনে যেমন আলো নেই...তেমনই আলো বিহীন দীপাবলি পালন করলেন আপার প্রাইমারির আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।
দীপাবলির আলোর রোশনাইয়ের মধ্যেই চলছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। অভিনব প্রতিবাদ-আন্দোলন করলেন SSC’র গ্রুপ-C ও গ্রুপ-D’র চাকরিপ্রার্থীরা। বিক্ষোভে সামিল ২০১৪’র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরাও।
আন্দোলনে অনড় SSC চাকরিপ্রার্থীরা: আলোর উৎসবে মেতে উঠছে দেশ (Diwali 2022)। কিন্তু কিছু শিক্ষিত বেকার যুবক-যুবতী তাঁদের হকের চাকরির দাবিতে আজও পথে (TET Agitation)। উৎসব আসে, উৎসব যায়, কিন্তু তাঁদের ঘরে সেই আঁধার। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে অধিকারের দাবিতে আন্দোলনে এখনও অনড় SSC চাকরিপ্রার্থীরা। ৫৮৮ দিনে পড়ল তাঁদের ধর্না-অবস্থান (Kolkata News)।
অন্যদিকে ৫৮৮ দিনে পড়ল চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। কালীপুজোয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দুর্যোগ মাথায় নিয়েই লড়াই জারি থাকবে, বার্তা আন্দোলনকারীদের। অন্যদিকে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলনরত ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। ৬৭ দিনে পড়ল তাঁদের অবস্থান-বিক্ষোভ। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলেও, ইন্টারভিউ বয়কটের সিদ্ধান্তে অনড় চাকরিপ্রার্থীরা।
বৃহস্পতিবার মাঝরাতে, টেট-চাকরিপ্রার্থীদের চারদিনের আন্দোলন, পনেরো মিনিটে ভেঙে দিয়েছিল পুলিশ। পুলিশের ভূমিকার প্রতিবাদে ও যোগ্যদের নিয়োগের দাবিতে সরব হয়েছে নাগরিক সমাজও। শনিবার কলকাতায় পথে নামে বিজেপির শিক্ষক সেলও। সেন্ট্রাল অ্যাভিনিউর কাছে পুলিশ মিছিল আটকে কয়েকজনকে গ্রেফতার করলে, সেখানেই বসে পড়েন বিজেপি-র শিক্ষক সেলের সদস্যরা।