সন্দীপ সরকার, কলকাতা : অ্যাডিনো (Adenovirus)-আতঙ্কের মধ্যেই এবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College and Hospital) ৬ মাস বয়সী ২ শিশুর মৃত্যু হল। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১১৫ জন শিশুর (Death)। দুই শিশুর মধ্যে একজন হাওড়ার উলুবেড়িয়া (Uluberia) ও অপরজন হুগলির (Hooghly) মগরার (Magra) বাসিন্দা। দু’জনেরই অ্যাডিনো পজিটিভ (Adeno Positive)।
এদের মধ্যে হাওড়ার শিশুকে উলুবেড়িয়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয় ২৬ ফেব্রুয়ারি। গতকাল সন্ধে ৭টা নাগাদ মৃত্যু হয়। মগরার শিশু প্রথমে ভর্তি ছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ২৭ তারিখ ওই শিশুকে কলকাতা মেডিক্যালে ভর্তি করার পর, গতকাল রাত দেড়টা তার মৃত্য়ু হয়।
করোনা নষ্ট করে দিয়েছে বহু কিছু। তার প্রকোপ কমার পরই পরই আরও এক নতুন আতঙ্ক অ্যাডিনো ভাইরাস। কাতারে কাতারে শিশুরা ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। প্রাণ কাড়ছে শিশুদের। ফিভার ক্লিনিকগুলিতে উপচে পড়ছে ভিড়। এই প্রেক্ষাপটে শিশুরোগ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করল স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন, শহরের নামে পড়ে রয়েছে শ্মশানভূমি, রুশ আক্রমণে গায়েব সভ্যতাই, সামনে এল ভয়াবহ ছবি
জেলার স্বাস্থ্য আধিকারিক, সরকারি হাসপাতালের অধ্যক্ষ, সুপার, স্বাস্থ্য কর্তা, CCU'র চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ সহ শিশুরোগ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত নার্স ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে স্বাস্থ্য দফতর।
নতুন নির্দেশিকায় আরও একবার বলা হয়েছে, সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে ফিভার ক্লিনিক। বেসরকারি মতে, চলতি বছরে রাজ্যে ১১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। আর এই শিশু মৃত্যু নিয়ে চড়ছে রাজনীতির পারদ। শিশুমৃত্যুর জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে ছুটি বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য কর্তারা আশা করছেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।