পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : DA-র দাবিতে সরকারি কর্মচারীদের বিধানসভা (Assembly) অভিযান ঘিরে ধুন্ধুমারের ঘটনায় গ্রেফতার (Arrest) ৪৭ জন। ১১ জন মহিলা সহ ৪৭ জন আন্দোলনকারীকে গ্রেফতার (47 Arrested including 11 Women) করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে পেশ করা হবে। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, মারধর, কটূক্তি, হুমকি-সহ মোট ৯টি ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


বকেয়া DA’র দাবিতে আন্দোলন-


উপলক্ষ্য, বকেয়া DA’র দাবিতে আন্দোলন । এ যেন সরকার ‘বনাম’ সরকারি কর্মচারী ! ধুন্ধুমার রাজপথে। বকেয়া DA’ চেয়ে পথে নেমে রাজ্য সরকারি কর্মচারীদের কেউ মুখে পুলিশের ঘুষি খেলেন ! কেউ পেটে পুলিশের ঘুষি খেলেন !


বকেয়া ডিএ-র দাবিতে বুধবার লেনিন মূর্তির পাদদেশ থেকে বিধানসভা পর্যন্ত অভিযানের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের ৩০টি সংগঠন। সেইমতো এদিন ডোরিনা ক্রসিং হয়ে রানি রাসমনি রোডে আন্দোলনকারীদের মিছিল পৌঁছতেই আটকায় পুলিশ। আন্দোলনকারীদের রুখতে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। আন্দোলনকারীরা দুটি ব্যরিকেড ভেঙে এগিয়ে যান। তখনই ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। 


টেনে হিঁচড়ে, কাউকে চ্যাংদোলা করে ঠেলে ধাক্কিয়ে একের পর এক আন্দোলনকারীদের গাড়িতে তোলে পুলিশ। আন্দোলনকারী এক সরকারি কর্মী বলেন, মার খেতে হচ্ছে সরকারি কর্মচারীদের। আমরা কী করেছি ? আমরা মেরেছি না কাউকে কিছু করেছি ? এটা আমাদের দাবি। আমাদের দাবি উনি না শুনে, বিধানসভার ভিতরে লুকিয়ে আছেন। আর আমাদেরকে রাস্তায় দৌঁড় করাচ্ছেন।


অপর এক আন্দোলনকারী সরকারি কর্মচারী বলেন, কথাবার্তা হতেই পারে। আমাদের দাবি, তাঁদের কি দাবি নয় এটা ? পুলিশের কি এটা দাবি নয় ? প্রত্যেকটা কর্মচারীর দাবি এটা।


এই পরিস্থিতিতে হঠাত্‍ই আন্দোলনকারীদের একটা অংশ পৌঁছে যায় বিধানসভার মূল গেটের সামনে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে ধুন্ধুমার পরিস্থিতি। লালবাজার সূত্রে দাবি, ঘটনায় হেয়ারস্ট্রিট থানার অতিরিক্ত ওসি, কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার, এক মহিলা ASI-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। এদিন মোট ৪৭ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। 


আরও পড়ুন ; 'কেন্দ্রের হারে কবে মিলবে ডিএ'? রাজ্য সরকারি কর্মচারীদের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার