হংসরাজ সিংহ ও সন্দীপ সমাদ্দার, বান্দোয়ান : রাস্তায় বাস উল্টে (Bus Overturned) জখম ২০ জন পড়ুয়া। বান্দোয়ান (Bandoan) থেকে কুঞচাগামী রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ১০টা নাগাদ বান্দোয়ান এলাকার বিভিন্ন গ্রাম থেকে ৩৫ জন খুদে পড়য়াকে নিয়ে এলাকার ভাল পাহাড় নামক স্কুলে যাচ্ছিল বাসটি। হঠাৎ কড়পা গ্রাম সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনায় জখম হয় অন্তত কুড়ি জন ছাত্র-ছাত্রী (At least twenty students injured)। আহতদের উদ্ধার করে প্রথমে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ছয় জনকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করা হয়।
সূত্রের খবর, পরে আরও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। আহত ছাত্র-ছাত্রীদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরে নিয়ে যাওয়া হয়।
বীভৎস দুর্ঘটনা আগেও-
সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক দুর্ঘটনার খবর সামনে আসে। গত অক্টোবরে দশমীর রাতে বীভৎস দুর্ঘটনা ঘটে! ঠাকুর দেখতে বেরিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের! বিসর্জনের বিষাদের মধ্যেই পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছিল তিনজন। অদিতি গুপ্ত, রাহুলকুমার প্রসাদ, নন্দিনী প্রসাদ। পরিবারের কেউ ভাবতেও পারেনি আনন্দ মুহূর্তের এমন ভয়ঙ্কর পরিণতি হবে!
ঠাকুর দেখতে বেরিয়ে শিয়ালদায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবক ও ২ তরুণীর। গুরুতর আহত আরও ৩ জন। দশমীর রাত, ঘড়ির কাঁটায়, প্রায় দেড়টা নর্থের দিকে ঠাকুর দেখতে গিয়েছিলেন একবালপুরের বাসিন্দা নন্দিনী প্রসাদ। তাঁর বান্ধবী অদিতি গুপ্ত ও তাঁর মামাতো দাদা রাহুলকুমার প্রসাদ। প্রত্যেকের বয়স, ১৭ থেকে ৩০-এর মধ্যে। মাত্র ১৩ দিন আগে, সন্তানের জন্ম দিয়েছেন রাহুলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালদা ফ্লাইওভারের ওপর দিয়ে হেঁটে হেটে এগোচ্ছিলেন তাঁরা। তখনই দুই বেপরোয়া বাসের দৌরাত্ম্য। রেষারেষির সময়, একটি বাস পিছন দিক থেকে এসে পিষে দেয় পথচারীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয়, বছর ১৮-র অদিতি গুপ্তর। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বাসের চালক সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন ; নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধ দোকানে ধাক্কা মেরে উল্টে গেল বাস, চালক-সহ আহত ২০