সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শহরে ফের বেপরোয়া বাসচালকের দৌরাত্ম্য। একই রুটের দুটি বাসের রেষারেষি (Bus Accident)। তার জেরে সকাল সকাল ভয়ঙ্কর দুর্ঘটনা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। 


সাতসকালে দুর্ঘটনা ধর্মতলায়:  প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, 205-A রুটের বাঁশদ্রোণী থেকে বাবুঘাটমুখী দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। একটি বাস রানি রাসমণি অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডার ভেঙে সোজা পাশের লেনে উঠে যায় বাসটি। শেষপর্যন্ত একটি গুমটিতে ধাক্কা মেরে তার ভিতরে ঢুকে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিশ। বাসচালক পলাতক। রেষারেষি করা আরেকটি বাসও পলাতক।        


এদিনই ভোরের আলো ফুটতেই শহরে পথদুর্ঘটনা ঘটে। এজেসি বোস ফ্লাইওভার থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে ঢোকার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুই গাড়ির চালকই আহত হয়েছেন। চিকিৎসার জন্য দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ির একটিতে সেনার বোর্ড লাগানো ছিল। দুর্ঘটনাগ্রস্ত আরেকটি গাড়ি হল অ্যাপক্যাব। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, অ্যাপ ক্যাবটি আচমকা রং-সাইডে ঢুকে পড়ায়, মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে দুটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ।                                              


দুটি লরির মুখোমুখি সংঘর্ষ: গতকাল দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই চালকের। ঘটনাটি ঘটে হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে। বালি বোঝাই লরি সিঙ্গুরের দিক থেকে বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা খালি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন লরি দুটির দুই খালাসিও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ঘণ্টাদুয়েক তারকেশ্বর-বৈদ্যবাটি রোডে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাগ্রস্ত লরি দুটিকে ক্রেন দিয়ে সরানোর পর ফের গাড়ি চলাচল শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ সিঙ্গুরের দিকে থেকে একটি বালি বোঝাই লরি বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। অন্যদিকে বৈদ্যবাটির দিক থেকে একটি লরি সিঙ্গুরের দিকে যাচ্ছিল। সিঙ্গুরের পুরুষোত্তমপুর কলাহাট এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপর ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল।


আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?