আবীর দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আলো ঝলমলে উৎসবের রেশেই শোকের নিকষ কালো অন্ধকার। ভয়াবহ দুর্ঘটনা (Kolkata Accident News)। বেপরোয়া গতির বলি তরতাজা এক যুবক। মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছেন আরও দু'জন।


পুজোর (Durga Puja 2023) শহরে বেপরোয়া গতির বলি। মৃত্য়ু হল বাইক আরোহীর।  শনিবার মধ্য় রাতে সার্ভে পার্ক থানা এলাকার জোড়া ব্রিজে,  একটি গার্ডওয়ালে বেপরোয়াভাবে ধাক্কা মারে বেপরোয়া মোটরবাইক। ছিটকে পড়েন ৩ বাইকআরোহী। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ১ জনের। পুলিশ বাইকটিকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


পুলিশ সূত্রে খবর, ষষ্ঠীর গভীর রাতে বেপরোয়া গতিতে নামার সময় গার্ডরেলে ধাক্কা মারে বাইকটি। ছিটকে পড়েন সকলে। বাইকের কোনও আরোহীর মাথাতেই ছিল না হেলমেট। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বাইক চালককে মৃত বলে ঘোষণা করা হয়। বাইক আরোহীরা মদ্যপ ছিলেন কি না খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তের কাজ শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ (Survey Park Police Station)।


পুজোর মরশুমে একের পর এক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। দুর্ভাগ্যবশত, পঞ্চমীর সকালেও বিপত্তি ঘটেছিল। বেপরোয়া একটি গাড়ি উঠে যায় ফুটপাতের ওপর। আহত হয়েছিলেন গাড়ির এক যাত্রী। সকাল সাড়ে ৬টা নাগাদ তপসিয়া রোডে দুর্ঘটনাটি ঘটেছিল। পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময়, ফুটপাতে উঠে যায় গাড়িটি। বেপরোয়া গতি নাকি, চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা, খতিয়ে দেখতে শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ। এদিকে আবার, রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে আহত হন দম্পতি। গত ১৯ অক্টোবর ভোরে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ায় জাপানি গেটের কাছে। দুই শিশু ও স্ত্রীকে নিয়ে গতকাল রাত ১১টা নাগাদ নিজের গাড়িতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাঁকড়ার বাসিন্দা কার্তিক গুপ্ত। ভোর ৫টা নাগাদ হাওড়া-আমতা রোডে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে যায় দম্পতির। তবে সেদিন অল্পের জন্য রক্ষা পায় দুই শিশু।                                                                                                         


আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, নবমী-দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা