কলকাতা: পুজোর আগেই মায়ের কোল খালি। সকালবেলা পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল স্কুল ছাত্র। কিন্ত যাওয়া হল না পড়তে। মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে মারল জেসিবি। কলকাতা পুরসভার ১১৩ নং ওয়ার্ডে রাস্তা সারাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনা। কোচিং সেন্টারে যাওয়ার পথে স্কুলছাত্রকে পিষে মারল জেসিবি। ঘটনার প্রতিবাদে ঘাতক জেসিবি-তে ভাঙচুর। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের।


ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, মহালয়ার সকালে পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্র। পায়ে হেঁটেই সে যাচ্ছিল পড়তে। তবে সেই সময়ে রাস্তা সারাইয়ের কাজ চলছিল কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে। সেই সময়ে জেসিবির সামনের বেরিয়ে থাকা অংশ দিয়ে হঠাৎ ওই ছাত্রকে সামনে থাকা গাছের সঙ্গে পিষে দেয় গাড়িটি। অসতর্কতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ওই ছাত্রকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ। পুজোর মুখে তাড়াহুড়ো করে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। তার ফলেই এই দুর্ঘটনা। এলাকার মানুষের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে ঘটনাস্থলে আসতে হবে। ঘটনাস্থলেই জেসিবি আটকে রেখে ভাঙচুর চালান স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও উত্তপ্ত হয়ে রয়েছে ঘটনাস্থল।


অন্যদিকে আজ, মহালয়ার সকালে  আরও একটি দুর্ঘটনা ঘটেছে কাকদ্বীপে মহালয়ার পবিত্র মুহূর্তে গঙ্গাসাগরের (Gangasagar) তর্পণ করতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের জিও গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম হয়েছেন ১০ জনের বেশী পুণ্যার্থী। প্রত্যেককে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। বুধবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের (Kakdwip) কামারের হাট এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কে। জখম হওয়া পূর্ণার্থীদের সবাই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটির বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। আপাতত হাসপাতালেই ভর্তি রয়েছেন আহতরা। 


আরও পড়ুন: Kakdwip Accident: গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১০


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।