সমীরণ পাল, কলকাতা: রাতের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগরপাড়ায় বিটি রোডের উপর মারুতির শোরুমে বিধ্বংসী আগুন লেগেছে। তাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গাড়ি। রাত সাড়ে ৮টা নাগাদ আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী দমকল।  তবে কী করে আগুন লাগল, এখনও ধোঁয়াশা রয়েছে তা নিয়ে। আগুন নেভানোর চেষ্টা চলছে এই মুহূর্তে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। (Agarpara Fire)


ওয়র্কশপ থেকে আগুন ছড়াল মারুতির শোরুমেও


আগরপাড়া আলপাইন ডেয়ারির কাছে বিটি রোডের উপর অবস্থিত মারুতির ওই শোরুমটি। শোরুমের নীচে রয়েছে একটি ওয়র্কশপ। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই ওয়র্কশপে আগুন লাগে বলে জানা গিয়েছে। ওয়র্কশপে অনেক গাড়ি রাখা ছিল। আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়েও পড়ে উপরের শোরুমে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। (Kolkata News)


বিটি রোডের উপর অবস্থিত ওয়র্কশপটি। আগুন লাগার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। বিটি রোডের উপর  ব্যারাকপুরগামী যে রাস্তা, সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে খড়দা থানার পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। হোস পাইপ দিয়ে ওয়র্কশপের ভিতরে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা হয়। তবে এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।


আরও পড়ুন: Kolkata News: আমহার্স্ট স্ট্রিট থানার বাইরে সজল ঘোষ, বিক্ষোভ পরিবারের, CBI তদন্ত, সিসি ফুটেজ দেখার দাবি


স্থানীয়রা জানিয়েছেন, এদিন রাত সাড়ে ৮টা নাগাদ ওই ওয়র্কশপে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা যায়। স্থানীয়রাই পুলিশকে খবর দেন। ওয়র্কশপের ভিতরে অনেক গাড়ি মজুত ছিল। গাড়িতে ছিল পেট্রোল-ডিজেল। এছাড়াও ওয়র্কশপে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। তা থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান করছেন স্থানীয়রা।


আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রাই খবর দেন দমকলে


এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগিন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের চারটি ইঞ্জিন। ওই ওয়র্কশপ এবং শোরুমের আশেপাশে আরও অনেক দোকান রয়েছে। সেখানেও যাতে আগুন ছড়িয়ে না পড়ে, এই মুহূর্তে সেই চেষ্টাই চালানো হচ্ছে। আগুন লাগার কারণ নিয়ে একাধিক তত্ত্ব উঠে আসছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলে, পরিস্থিতি খতিয়ে দেখে, তবেই আগুন লাগার কারণ বোঝা যাবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তবে আগুনের রূপ দেখে আতঙ্কিত স্থানীয় মানুষ জন।