জয়ন্ত পাল ও আবীর দত্ত, কলকাতা : কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক । কাতারগামী বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করতে থাকেন এক যাত্রী। ছড়ায় আতঙ্ক। গতকাল রাত ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটির।
বিমানবন্দর সূত্রে খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানিয়েছে। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইএসএফ (CISF)।
কলকাতা বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডনগামী কাতার এয়ারওয়েজের বিমানে যাত্রীরা উঠে তাঁদের আসনে বসে থিতু হওয়ার আগেই প্রবল আতঙ্ক ছড়ায়। বিমানে বোমা রয়েছে বলে এক যুবকের চিৎকারে তাঁরা দ্রুত নিরাপত্তারক্ষীদের খোঁজ দেন। বোমা-আতঙ্কের খবরে দ্রুত বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। যাঁর পর, যে যুবক চিৎকার জুড়েছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে CISF।
জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, বিমানের অন্য এক যাত্রী তাঁকে জানিয়েছেন বোমা রয়েছে বিমানে। যারপর জিজ্ঞাসাবাদের পর্ব এগোলে ওই যাত্রীকে বিমানবন্দরে ছাড়তে আসা তাঁর বাবাকে ডাক দেওয়া হয়। সেখানেই তিনি বেশ কিছু চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখান বলে খবর। ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানিয়েছে বলেই দাবি করা হয়।
অভিযুক্ত ওই যুবককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। যদিও গোটা ঘটনা ঘিরে রীতিমতো হুলস্থূল কাণ্ড বেঁধে যায় কলকাতা বিমানবন্দরে। যাত্রীদের নামানোর পর গোটা বিমান জুড়ে তন্নতন্ন করে চালানো হয় তল্লাশি। যদিও শেষ পর্যন্ত বিমানে সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গিয়েছে। ছাড়পত্র মেলার পরই গন্তব্যের পথে রওনা দেয় বিমানটি।
আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?
এবিপি লাইভ এখন টেলিগ্রামেও। ক্লিক করুন- https://t.me/abpanandaofficial