কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কেন্দ্রের র্যাঙ্কিংয়ে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। র্যাঙ্কিংয়ে সবার সেরা আইআইটি মাদ্রাজ (IIT Madras)। সবার সেরার তালিকায় ৭ নম্বরে রয়েছে খড়গপুর আইআইটি (Kharagpore IIT)। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে চার নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং স্তরেও দশ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যদিও তালিকার প্রথম দশে নেই কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। এদিকে, কলেজস্তরের র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে সেন্ট জেভিয়ার্স (Saint Xaviers University), অষ্টমে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (National Institutional Ranking Framework) তথা NIRF-র র্যাঙ্কিং বা ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে একাধিক বিষয়ের ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন বিভাগে যথেষ্ট ভাল পারফরম্যান্স বঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। সবার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজ। যেখানে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তিন, চার ও পাঁচ নম্বরে যথাক্রমে রয়েছে আইআইটি দিল্লি, মুম্বই ও কানপুর। সবার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় সাত নম্বরে রয়েছে বাংলার আইআইটি খড়গপুর। যে তালিকায় প্রথম দশে স্থান হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের।
বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC Bengaluru), যে তালিকায় চার নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যে তালিকায় দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে রাজধানীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। এদিকে ইঞ্জিনিয়ারিং বিভাগে দশ নম্বরে রয়েছে যাদবপুর। সেই তালিকাতেও শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজ। যে তালিকায় ছ'নম্বরে রয়েছে আইআইটি খড়্গপুর। ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আইআইএম কলকাতা রয়েছে চার নম্বরে। যে তালিকার শীর্ষে রয়েছে IIM আমদাবাদ।
আরও পড়ুন- বিদেশযাত্রার পথে বিমানবন্দরে আটকানো হল অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে
কলেজগুলির ভিত্তিতেও একটি ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। যে তালিকার শীর্ষে রয়েছে দিল্লির মীরান্ডা কলেজ। সেই তালিকাতেই পঞ্চম স্থানে সেন্ট জেভিয়ার্স ও অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সবমিলিয়ে সার্বিকভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ফলাফল আশাব্যাঞ্জক বলেই উঠে এসেছে রিপোর্টে।
আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?
Education Loan Information:
Calculate Education Loan EMI