জয়ন্ত পাল, কলকাতা: পায়ের নীচে সোনার খনি! তা-ও আবার বিমানবন্দরে। খাস কলকাতায় ধরা পড়লেন এক ব্যক্তি (Kolkata News)। জুতো খুলতেই ঝক ঝক করে উঠল চারিদিক (Kolkata Airport)। দেখা গেল, জুতোর মধ্যেই থাক থাক সোনার পাত বিছিয়ে রেখেছেন তিনি। ওই সোনার পাতগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তুলে দেওয়া হয়েছে কাস্টমসের হাতে। তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা (Gold Smuggling)।


কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ধৃত যাত্রীর


মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে সোনার পাত সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। ধৃত ব্যক্তির নাম বিভাস জানা। কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। ইন্ডিগোর বিমানের টিকিট ছিল। বিমানবন্দরে পৌঁছে চেকিং-এর জন্য দাঁড়ান। কিন্তু তাঁকে দেখে কেমন সন্দেহ হয় CISF কর্মীদের। 


তাতে ওই ব্যক্তিকে আটকান CISF কর্মীরা। শুরু হয় আপাদমস্তক তল্লাশি। কোথাও কিছু পাওয়া যায়নি শুরুতে। পরে ওই ব্যক্তির জুতো দেখে সন্দেহ হয়। তাঁকে জুতো খুলতে বলা হয়। প্রথমে গোঁ ধরলেও, শেষমেশ জুতো খুলে দেন অভিযুক্ত। জুতে হাতে পেয়েও প্রথমে তেমন কিছু ধরা পড়েনি। কিন্তু ভাল করে পরীক্ষা করে দেখা যায়, পায়ের পাতা যেখানে পড়ে, কিছু খয়েরি রংয়ের আঠা লাগানো রয়েছে, জড়ানো রয়েছে টেপ।


আরও পড়ুন: Kaliagunj Violence : এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জে মৃত নাবালিকার বাবা


তাতেই সক্রিয় হয়ে ওঠেন CISF কর্মীরা। একে একে টেপগুলি কাটা হয়। তাতেই ঝকঝকে সোনার পাত বেরিয়ে পড়ে। দুই পায়ের জুতোর এক একটিটে পাঁচটি করে ১০টি সোনার পাত লুকনো ছিল। সবগুলি বের করে যখন ওজন করা হয়, দেখা যায় ১ কেজি ১৬৭ গ্রামের সোনার পাত পাচার করছিলেন ওই ব্যক্তি, যার বর্তমান বাজারমূল্য ৭০ লক্ষ ৬২ হাজার টাকা।


ধৃত ব্যক্তিকে তুলে দেওয়া হয়েছে কাস্টমসের হাতে, চলছে জিজ্ঞাসাবাদ


সঙ্গে সঙ্গে আটক করা হয় ওই ব্য়ক্তিকে। CISF-এর তরফে খবর দেওয়া হয় কলকাতা বিমানবন্দরের কাস্টমস আধিকারিকদের। জুতোর ভিতর থেকে উদ্ধার হওয়া সোনার পাত তুলে দেওয়া হয় CISF-এর হাতে। কোথা থেকে সোনার পাতগুলি পেলেন ওই ব্যক্তি, কার হাতে তুলে দিতে নিয়ে যাচ্ছিলেন, খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যক্তিকে।