আবির দত্ত, কলকাতা: হেস্টিংস থানা (Hestings Police Station) এলাকার ডি এল খান রোড (DL Khan Road) ও এজেসি বোস রোডের (AJC Bose Road) সংযোগস্থলে অ্যাম্বুল্যান্সে ধাক্কা বেপরোয়া বাসের (Bus Accident)।  মৃত্যু হয়েছে রোগীর এক আত্মীয়র। বেসরকারি বাসের চালককে আটক করেছে পুলিশ।


মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু: রোগীকে হাসপাতালে দেখিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল আত্মীয়র। পুলিশ সূত্রে দাবি, প্রচণ্ড গতিতে এসে বেপরোয়া বাস ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সে। ধাক্কার জেরে উল্টে যায় অ্যাম্বুল্যান্স। গুরুতর আহত রোগীর আত্মীয়র মৃত্যু হয়। 

সোমবার রাত সোওয়া ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে হেস্টিংস থানা এলাকার ডিএল খান রোড ও এজেসি বোস রোডের সংযোগস্থলে। পুলিশ সূত্রে খবর, রোগীকে SSKM হাসপাতালে দেখিয়ে অ্যাম্বুল্যান্সে ফিরছিলেন আত্মীয়রা। অভিযোগ, আচমকা কলকাতা- ডায়মন্ড হারবার রুটের একটি বেসরকারি বাস ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সে।  


পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনায় আহত হন রোগী সহ অ্যাম্বুল্যান্সে থাকা তাঁর আত্মীয়রা। গুরুতর আহত, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা নুরুল হক মোল্লাকে SSKM হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। বাস চালককে আটক করা হয়েছে। 


সরকারি হাসপাতালে রোগীকে মারধরের অভিযোগ উঠল আয়ার বিরুদ্ধে। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের (Ashoknagar News) ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের রোগীর পরিবারের। অভিযোগ প্রমাণে শাস্তির আশ্বাস হাসপাতালের সুপারের।


আরও পড়ুন: Barracpore News: ‘ব্যারাকপুরের বিজেপি সভাপতি অর্জুনের এজেন্ট’ ব্যারাকপুরে ব্যানার নিয়ে চাঞ্চল্য


হাসপাতালে রোগীকে মারধরের অভিযোগ: গুরুতর অসুস্থ রোগীকে ধাক্কা, চড়! সরকারি হাসপাতালে এক আয়ার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে।


 

পরিবার সূত্রে খবর, শনিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন অশোকনগরের বাসিন্দা ৬২ বছরের গগন দাস। অভিযোগ, মঙ্গলবার রাতে রোগী অস্বস্তি বোধ করায় আয়াকে ডাকায়, তিনি প্রথমে ধাক্কা ও পরে রোগীকে চড় মেরে বেডে শুইয়ে দেন।