নয়াদিল্লি: আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন। সর্বাধিক উইকেট শিকারি ছিলেন। ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক হয়েছিলেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেই আরও একটি নজির গড়তে পারেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। এবার তাঁকেই টপকে যেতে পারেন চাহাল।
টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখনও পর্যন্ত মোট ২৭৬ উইকেট ঝুলিতে পুরেছেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে যুজবেন্দ্র চাহাল ২৭৪ উইকেট ঝুলিতে পুরেছেন। আর মাত্র ২ উইকেট পেলেই উইকেট শিকারির তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে উঠে আসবেন চাহাল। অশ্বিনকে টেক্কা দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট ৫ টি টি-টোয়েন্টি পাবেন চাহাল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় সর্বমোট তালিকায় ১ নম্বরে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ৫৩২ ম্যাচে ৫৮২ উইকেট নিয়েছেন তিনি। এই তালিকায় ১৮ নম্বরে রয়েছেন ভারতীয় লেগস্পিনার।
উমরানের প্রশংসা দ্রাবিড়ের মুখে
প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টিতে প্রথম একাদশে কি সুযোগ মিলবে উমরান মালিকের? এদিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ''এখন প্রতি মুহূর্তেই উমরানকে শিখতে হবে। অল্প বয়স, তবে প্রতিনিয়তই উমরানের উন্নতি স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। যত বেশি খেলবেন তত উন্নতি হবে। তার মতো একজনকে দলে পাওয়া ইতিবাচক দিক। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে উমরানকে কতটা সুযোগ দেওয়া যায় সেটা দেখতে হবে। আমাদের দলে অনেকেই রয়েছেন, প্রত্যেককেই প্রথম একাদশে রাখা সম্ভব নয়। আমি ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দিতে চাই, যাতে কেউ দলে জায়গা ধরে রাখা নিয়ে নিরাপত্তাহীনতায় না ভোগে। অর্শদীপ সিংও রয়েছে, সেও ভাল বল করছেন। হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খানও আগে থেকে রয়েছে। কয়েকটি বিষয় দেখে দল চূড়ান্ত করা হবে, তবে তরুণ ক্রিকেটাররা দলে আসা নিঃসন্দেহে দারুণ ব্যাপার।"
আরও পড়ুন: ''কাল থেকেই পকেটে রেখেছিলাম কাগজটি, ছেলেকে একটু অন্যভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালাম''