কলকাতা : ছাত্রনেতা আনিস খানের (Anish Khan Death) মৃত্যুর অভিঘাত কার্যত আছড়ে পড়ল রাজপথে। 'জাস্টিস ফর আনিস' হাতে-প্ল্যাকার্ডে লিখে নিহত আনিসের হত্যা-র ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামলেন পড়ুয়ারা (Students Rally)। পূর্ব ঘোষিত সূচি মেনে আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University) থেকে পড়ুয়াদের মহামিছিল পা বাড়াল মহাকরণের (Mahakarn) পথে। দ্রুত যাতে আনিস খানের হত্যার সঠিক ন্যায়বিচার হয় সেই দাবিতেই পড়ুয়াদের এই মহামিছিল। সিআইটি রোড, মৌলালি, এসএনব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণ যাওয়ার কথা।
মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর। পার্ক সার্কস থেকে মহাকরণের পথে এগিয়ে চলা পড়ুয়াদের মহামিছিলে ক্রমশ পায়ের ভিড় বাড়ানোর কথা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। পড়ুয়াদের মিছিল মহাকরণের আগেই মিছিল আটকে দেওয়ার জন্য পুলিশ (Police) প্রস্তুতি সেরে রেখেছে বলে সূত্রের খবর। যদিও পড়ুয়াদের সাফ বক্তব্য, মিছিল যেখানেই আটকানো হোক না কেন, সেখানেই রাস্তায় বসে বিচারে দাবি তুলবেন তাঁরা। এদিকে, আনিস খানের হত্যার বিচার চেয়ে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘটী পড়ুয়াদের।
মঙ্গলবার সকালেই আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে ও হোমগার্ড কাশীনাথ বেরাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। আজ সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়। সূত্রের খবর, আনিসের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হল। এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে আজ ভবানীভবনে তলব করেছেন সিট এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।