আবির দত্ত, সৌমিত্র রায় ও ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : নিখোঁজ তরুণীর খোঁজের সন্ধানে এসে আনন্দপুরের নোনাডাঙা খাল থেকে উদ্ধার হল জোড়া মৃতদেহ। প্রথমে রোহিত আগরওয়াল নামে এক যুবকের দেহ, তারপর রণিতা বৈদ্য নামে ওই নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, রোহিত আগরওয়ালের কাছে স্কুটার চালানো শিখছিলেন রণিতা বৈদ্য। সোমবার রাতের সিসিটিভি ক্য়ামেরার ফুটেজে নোনাডাঙা খালের কাছে শেষবার একসঙ্গে দেখা গেছিল তাদের। যদিও, এর পরবর্তীতে ঠিক কী হয়েছিল, তা নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা।
আরও পড়ুন, রাতে বাড়ি থেকে বেরোতেই দ্বাদশ শ্রেণির ছাত্রের বুকে গুলি ! মর্মান্তিক ঘটনা মালদায়
হন্তদন্ত হয়ে খালের দিকে এগিয়ে যাচ্ছেন এক তরুণী। পিছন পিছন এক তরুণ।আর তারপরই ঝুপ্ করে একটা শব্দ!স্কুটার শিখতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ, তরুণ-তরুণীর সন্ধানে মাঝ রাত থেকে সকাল, চলল ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি, ডুবুরি থেকে স্নিফার ডগ, এমনকী, বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশি অভিযানও চলল নিখোঁজ তরুণীর সন্ধানে। অবশেষে কলকাতার আনন্দপুরের নোনাডাঙা খাল থেকে উদ্ধার হল জোড়া মৃতদেহ। প্রথমে বেলা ১২ টা নাগাদ উদ্ধার করা হয় তরুণের দেহ। পুলিশ সূত্রে খবর,তাঁর নাম রোহিত আগরওয়াল ওরফে বুল্লু (১৯)। বাড়ি আনন্দপুর থানার পঞ্চান্নগ্রামে। তরুণের দেহ উদ্ধারের ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধার হয় নিখোঁজ তরুণীর দেহও। মৃতার নাম রণিতা বৈদ্য(২৩)। তাঁর বাড়িও ওই একই এলাকায়।পুলিশ সূত্রে খবর, দুজনের মধ্য়ে প্রেমের সম্পর্ক ছিল!রোহিতের কাছে স্কুটার চালানো শিখছিলেন রণিতা। পুলিশ সূত্রে খবর, সোমবার, স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ হয়ে যান রণিতা। খোঁজ মিলছিল না রোহিতেরও। এরপর সোমবার মধ্যরাতেই ডুবুরি নামানো হয় নোনাডাঙা খালে। পুলিশ সূত্রে খবর,রাত ৯টা নাগাদ, একটি সিসিটিভি ফুটেজে খালের পাশের রাস্তায় শেষবার একসঙ্গে দেখা যায় রোহিত-রণিতাকে ঘটনার ৪৫ মিনিট আগে দু'জনের মধ্যে তীব্র বচসা হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। এরপর, আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হন্তদন্ত হয়ে নোনা়ডাঙা খালের দিকে চলে যাচ্ছেন রণিতা। স্কুটার রেখে, পিছন পিছন রোহিতও চলে যান সেখানে। এরপরই ঝুপ্ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পান স্থানীয় এক বাসিন্দা। কিন্তু, ঘটনাস্থলে কোনও সিসি ক্যামেরা না থাকায় রহস্য় তৈরি হয়! আনন্দপুরের কারখানা নিরাপত্তা রক্ষী বলেন, 'এমনি কী বাঁচাও বাঁচাও করে কিছু চিৎকারের আওয়াজ শোনা গেল। একজন মেয়ে, সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। ওটাকে যখন সবাই মিলে জড়ো হল তখন কিছু দেখা যায়নি।'এরপর মঙ্গলবার প্রথমে রোহিতের দেহ, তারপর রণিতার দেহ খাল থেকে উদ্ধার হয়!বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি বলেন, দুজনের বাইরে থেকে কোনও ইনজুরি পাওয়া যায়নি।কীভাবে মৃত্যু হল যুগলের?আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।