কলকাতা: দেশের (India) পাশাপাশি, রাজ্যেও (West Bengal) বাড়ছে করোনা সংক্রমণ (Covid-19)। গত কয়েকমাসের পরিসংখ্যান কার্যত উদ্বেগজনক। বিগত বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ফের প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে (Sambhu Nath Pandit Hospital) ১৯ বেডের কোভিড সিসিইউ চালু করা হল। একইসঙ্গে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই। 


রাজ্যে করোনা পরিস্থিতি: আড়াই মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেল (Daily COVID Cases)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে দুই করোনা রোগীর (WB COVID Update)। তাতে কার্যতই সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকেরা। আতিমারির তিন-তিনটি ঢেউ পেরিয়ে এসে মানুষের মধ্যে ইদানীং গা ছআড়া মনোভাব দেখা দিয়েছে, দূরত্ববিধি, মাস্ক বিধি কেউ মেনে চলছেন না, তাতেই সংক্রমণ ফের বাড়ছে বলে মত তাঁদের।


নতুন করে বাড়ছে কোভিড সংক্রমণ: বুধবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত সবমিলিয়ে ২০ লক্ষ ২৭ হাজার ৯০১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে সেরে উঠেছেন ২০ লক্ষ ৭৯৮ জন রোগী। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২১৮। এই মুহূ্র্তে রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.০৫ শতাংশে রয়েছে। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন কোরোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। 


গত ২৪ ঘণ্টায় রাজ্যে সব মিলিয়ে ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে। প্রতি ১০০টি নমুনার মধ্যে যতগুলির রিপোর্ট পজিটিভ আসে, তাকেই বাল হয় সংক্রমণের হার। সেই নিরিখে এই মুহূর্তে রাজ্যএ সংক্রমণের হার ১২.৭৪ শতাংশ। 


দেশের করোনা পরিস্থিতি: দেশজুড়ে ফের লাগামছাড়া করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ হাজার পার। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৫০৬। 


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ১৬৪। এর পাশাপাশি, দেশে ফের একলাখ ছাড়াল অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৫৫।