সৌমিত্র রায়, কলকাতা: বালিগঞ্জ সার্কুলার রোডে ভয়াবহ দুর্ঘটনা (Ballygunge Accident)। বেপরোয়া গতিতে পথচারীকে ধাক্কা বহুমূল্য, বিলাসবহুল গাড়ির। তার নীচে পড়ে পিষে মৃত্যু মহিলার (Woman Killed)। ঘাতক গাড়িতে চালকের আসনে এক মহিলা ছিলেন বলে জানা যাচ্ছে। ঘাতক গাড়িটি এজেসি বোস রোড থেকে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে ধেয়ে আসছিল। তখনই দুর্ঘটনা ঘটে। 


শহরের রাস্তায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলা পথচারীর


রবিবার শহরের (Kolkata News) রাস্তায় ভরদুপুরে বিলাসবহুল গাড়ির বেলাগাম জয় রাইড। পর পর দুটি গাড়িকে ধাক্কা। তার নীচে চাপা পড়ে বেঘোরে মৃত্যু পথচারীর। ঘাতক গাড়ির চালক পুলিশের হাতে আটক (Kolkata Road Accident)। 


এ দিন বালিগঞ্জ সার্কুলার রোডে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো রঙের ঘাতক গাড়িটি বেপরোয়া গতিতে ছুটে আসছিল। চালকের আসনে ছিলেন এক মহিলাই। প্রথমে রাস্তায় একটি গাড়িকে ধাক্কা মারে সেটি। পরে রাস্তার পাশের পার্কিংয়ে দাঁড় করানো আরও একটি কালো গাড়িতে ধাক্কা মারে লাল রংয়ের ঘাতক গাড়িটি। 



আরও পড়ুন: Museum Shootout: ‘সারেঙ্গির শরীরে অন্তত ৫ টি গুলি লেগেছিল’, ময়নাতদন্তের পর দাবি এসএসকেম-র


সেই সময় রাস্তার পাশের ফুটপাতের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। সেই মহিলাকেও ধাক্কা মারে গাড়িটি। গাড়ির নীচে পিষ্ট হয়ে যান পথচারী ওই মহিলা। গাড়ির একেবারে নীচে ঢুকে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থলে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছে।


ঘাতক গাড়িটিতে চালকের আসনে এক মহিলাই ছিলেন বলে জানা যাচ্ছে


দুর্ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে ঘাতক গাড়িটির সামনের অংশ চুরমার হয়ে গিয়েছে। পাশের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মক ভাবে। যে কালো গাড়িটিকে ধাক্কা মারে সেটি, সেটিও দুমড়ে মুচড়ে দিয়েছে। তার আগে যে প্রাইভেট গাড়িটিতে ধাক্কা মারা হয়েছিল, সেটিও প্রায় চুরমার। ঘটনাস্থল থেকে সেই গাড়িটিকে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। বালিগঞ্জ থানার পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে।