সঞ্চয়ন মিত্র, কলকাতা: দুর্গাপুজো এবং সৌরভ গঙ্গোপাধ্য়ায়, বাঙালির কাছে দুটিই অত্যন্ত কাছের। এবার এই দুটিই একসূত্রে বাঁধা পড়ছে। সৌজন্যে বড়িশা প্লেয়ার্স কর্নার। আগামী ৮ জুলাই ৫০-এ পা দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে অর্ধ শতবর্ষ করবে তাঁর পাড়ার দুর্গাপুজো। এই বিষয়টি মাথায় রেখেই এবারের পুজোর থিম ঠিক করেছে বড়িশার প্লেয়ার্স কর্নার। নাম, মহারাজার ৫০-এ ৫০।


ক্লাবের সঙ্গে সম্পর্ক:
দুর্গাপুজোয় তিনি কলকাতায় থাকলে, ওই ক্লাবে সৌরভ থাকবেনই। কখনও ঢাকের বোলে নাচ, কখনও মহারাজের ধুনুচি নাচ নজর কাড়ে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থেকে সিএবি এবং সিএবি-এর সভাপতি। যে দায়িত্বেই থাকুন সৌরভের সঙ্গে বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজোর (Durga Puja) নিবিড় সম্পর্কে বিন্দুমাত্র ছেদ কখনও পড়েনি। এই বছর বিসিসিআইয়ের সভাপতি এবং তাঁর পাড়ার দুর্গাপুজো আরও কাছাকাছি। কারণ, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বড়িশো প্লেয়ার্স কর্নারের পুজো, একইসঙ্গে এবার পা দিতে চলেছে ৫০ বছরে। সেই কারণেই ওই ক্লাবের এবারের পুজোর থিম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 


পুজোর শুরু:
১৯৭২ সালের ৮ জুলাই জন্ম সৌরভের। ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই বছরই সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় ও কয়েকজন মিলে পাড়ায় দুর্গাপুজো শুরু করেছিলেন। এক ক্লাব সদস্য বলেন, 'মহারাজ দা যেবার জন্মেছিলেন, তাঁর বাবা চণ্ডী গাঙ্গুলি পাড়ার লোকজনকে নিয়ে পুজো শুরু করেন। তাই দুই বয়স ৫০, তাই থিমের মহারাজার ৫০-এ ৫০।' এবার অন্যরকম চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বড়িশা প্লেয়ার্স কর্নার।


বড়িশা প্লেয়ার্স কর্নারের এক সদস্য বলেন, 'আমাদের প্রচুর চমক থাকবে, এখনই থিমের বিস্তারিত বলব না, টিজার করব, মাঝেমধ্যেই চমক থাকবে। তবে অবশ্যই থিমের কেন্দ্রে থাকবেন মহারাজদা।' ফলে পুজোর আগে থেকেই থিম ঘিরে বাড়ছে উন্মাদনা। এবার বড়শি প্লেয়ার্স কর্নারের পুজোর দিকে যে সবার নজর থাকবে, তা মনে করছেন অনেকেই।


আরও পড়ুন: মারাদোনার নামে সম্মেলনের মঞ্চ, হাওয়া-বদল ডিওয়াইএফআইয়ে