কলকাতা: শিশুর মৃত্যু ঘিরে উত্তপ্ত বিসি রায় হাসপাতাল (B C Roy Hospital)। অশোকনগরের আড়াই বছরের শিশুর মৃত্যু। সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি, আজ মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগে পরিজনদের বিক্ষোভ। পরিবারের অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের। 


অব্যাহত মৃত্য মিছিল: অ্যাডিনোভাইরাসকে (Adenoviruses) ঘিরে আতঙ্ক শহর কলকাতায় (Kolkata News)। আর তার মধ্যেই আরও উদ্বেগের খবর সামনে এল। সব মিলিয়ে বিসি রায় হাসপাতালেই (BC Roy Hospital) মারা গিয়েছে ৫ শিশু। কলকাতা মেডিক্য়াল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দুই শিশু মারা গিয়েছে (Calcutta Medical College)। এদিন রাতে শিশু মৃত্যু অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বিসি রায় হাসপাতাল চত্বর। জানা গিয়েছে, অশোকনগরের বাসিন্দা ওই শিশুর সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি হয়। আজ মৃত্যু হয়েছে শিশুর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার। 


বাড়ছে অ্যাডিনো আতঙ্ক: সেই উদ্বেগ। সেই হাহাকার। সেই স্বজনহারানোর যন্ত্রনার ছবি অ্য়াডিনো-আতঙ্ক, যেন ফিরিয়ে আনছে করোনাকালের স্মৃতি।ভয় আরও কয়েকগুণ বাড়িয়ে, ২৪ ঘণ্টায় কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় হাসপাতালে মৃত্যু হল আরও ৬ শিশুর। এর মধ্যে বি সি রায় শিশু হাসপাতালেও যে ৩ শিশুর মৃত্যু হয়েছে, প্রত্য়েকেই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল, বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে যে দুই শিশু ভর্তি ছিল, হাসপাতাল সূত্রে খবর, দু'জনেরই নিউমোনিয়া হয়েছিল।এদের মধ্যে মধ্যমগ্রামের ৬ মাসের শিশুর অ্যাডিনো ভাইরাস সংক্রমণ থাকায় ভেন্টিলেটরে রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয় ওই শিশুর। অন্যদিকে, হাওড়ার উদয়নারায়ণপুরের ১ বছর ৮ মাসের শিশুকে জ্বর, শ্বাসকষ্ট, গায়ে র‍্যাশ ছিল। ওই শিশুকে উদয়নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কলকাতা মেডিক্যালে রেফার করা হয়। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় ভেন্টিলেটরে থাকা ওই শিশুর।


একজনের ক্ষেত্রে যে অ্যাডিনো সংক্রমণ ছিল, তা মেনে নিয়েছেন, কলকাতা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল। গত দুমাসে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে,বি সি রায় হাসপাতালে ১৫ জনের মৃত্য়ুর খবর সামনে এসেছে। মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ১৩ জন শিশুর। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত, ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে মৃত্যু হয়েছে ৫ জন শিশুর। পিয়ারলেসে মৃত্যু হয়েছে ২ জনের। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। মঙ্গলবার স্বাস্থ্য়সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী। বৈঠকে মুখ্য়সচিবও ছিলেন। অ্যাডিনো ভাইরাসের মোকাবিলায় পুরসভার তরফেও শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার। এই বিষয়ে নির্দেশিকাও জারি করেছে কলকাতা পুরসভা।