প্রবীর চক্রবর্তী, কলকাতা : নিয়োগ দুর্নীতির তদন্তে (Recruitment Scam Investigation) তাঁর ভূমিকায় ধন্যবাদ জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) ছবি দিয়ে বেহালায় টাঙানো হল ফ্লেক্স।
পোস্টারে লেখা, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়। কোনও কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই সত্য প্রবাদটি দেশের নাগরিকদের সামনে চোখে আঙুল দেখিয়ে দিচ্ছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বাংলার গর্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেহালা নাগরিকবৃন্দের নামে এই পোস্টার দেখা গেল ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডের (Diamond Harbour Road) ওপর। যে পোস্টার প্রসঙ্গে স্থানীয় এক সদস্য জানিয়েছেন, বাংলার মনীষীদের যেমন আমরা স্মরণ করি, তেমনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরের প্রজন্মগুলি স্মরণ করবে। আইনি লড়াইয়ের মাধ্যমে একটি সরকারের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ক্রমশ লড়াই চালিয়ে
যাচ্ছেন উনি।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে বারবার শিরোনামে উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। একাধিক নিয়োগে বেনিয়মের তথ্য সামনে আসার পর একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। নিয়োগ দুর্নীতিতে বড় নামেদের জড়িয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন তিনি। নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেরী হলে তার আধিকারিকদের পড়তে হয়েছে বিচারপতির ভর্ৎসনার মুখেও। এদিকে, বিতর্কও কম হয়নি। কিছুদিন আগেই তাঁর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে তদন্তের কথা বলা নিয়ে রাজ্যের শাসকদল তীব্র আক্রমণ শানিয়েছে বিচারপতিকে। নিয়োগ দুর্নীতির তদন্তের বদলে আসনের অপব্যবহার করে রাজনৈতিক দলের ক্যাডারের মতো আচরণ করছেন বলেও তীব্র আক্রমণ শানানো হয়েছে।
যদিও নিয়োগ দুর্নীতিতে একাধিক তদন্তের সূত্রপাত তাঁর এজলাস থেকেই হওয়ার জেরে নিয়োগ চেয়ে আন্দোলনকারীদের এক অংশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগেও সম্মান-শ্রদ্ধা প্রদর্শন করেছে। কয়েকমাস আগেই 'বেঙ্গল টাইগার' অর্থাৎ 'বাংলার বাঘ' তকমা দিয়ে টোটোর পিছনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পোস্টার সাঁটিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এক স্থানীয় টোটোচালককে। বোলপুর-শান্তিনিকেতনের মানুষ সুকেশের টোটোকে 'ঠাকুরের টোটো' নামেই চেনে। সেই ঠাকুরের টোটোয় এ বার কার্যতই সুকেশের 'ভগবান' হয়ে উঠেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই তাঁর পোস্টারই নিজের টোটোয় লাগিয়েছেন সুকেশ। এদিকে, আগে পুজোর সময় দেখা গিয়েছিল এক পুজো মণ্ডপে আলাদা করে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। যেখানে সম্মান জানাতে রাখা হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পোস্টার।
আরও পড়ুন- দিল্লি বিমানবন্দরে দেখা মিলল 'নিখোঁজ' মুকুলের, কী কারণে রাজধানী সফরে?