আবির দত্ত ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: বন্ধুর বাড়িতে গিয়ে দোতলার ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে বেহালার সেনহাটি এলাকায়। মৃতের বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই যুবক আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে তাঁকে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। 


বেহালায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য


বেহালায় যুবকের অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনায় দানা বাঁধল রহস্য। দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। দুর্ঘটনা, আত্মহত্যা না কি ঠেলে ফেলে দিয়েছে কেউ?  এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মৃতের বন্ধুকে। 


ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। পুলিশ ও স্থানীয় সূত্রে দাবি, রবিবার রাতে বেহালার সেনহাটিতে বন্ধু বিতান সেনের বাড়িতে আসেন ২৭ বছরের কুশল চক্রবর্তী। বিতান ও কুশল ছাদে বসে মদ্যপান করেন। সেই সময় ফোন করে ডেকে নেওয়া হয় কুশলের এর ভাইকেও।  


বিতানের দাবি, সোমবার ভোরে তিনি ও কুশলের ভাই নীচে নেমে আসেন। সে সময় কুশল নামেননি। এর কিছুক্ষণ পর ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে বিতানের কাকা ছাদে যান। তাঁর দাবি, তিনি দেখেন, পাশের বাড়ির প্যাসেজে রক্তাক্ত অবস্থায় পডে রয়েছেন কুশল। 


আরও পড়ুন: Saumitra Khan Update: দলবদলের জল্পনার মধ্যেই নতুন দায়িত্ব সৌমিত্রকে, অর্জুন চলে যাওয়ায় শূন্যস্থান পূরণের চেষ্টা!


এর পর গুরুতর আহত কুশলকে প্রথমে বিদ্যাসাগর হাসপাপাতাল ও পরে NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। NRS হাসপাতালে মঙ্গলবার সকালে মৃত্যু হয় কুশলের।  বিতান বলেন, "রাতে এসেছে। তারপর ছাদে যাই। ড্রিঙ্ক করেছিলাম। ভোরে নেমে আসি দুজনে। ও নামেনি। তারপরল ঘটনা ঘটে।"


 বিতানের কাকা প্রদীপ সেন বলেন, "আমি জানতাম না ছাদে ছিল। আমি ভোরে আওয়াজ পাই। তারপর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি।" এ দিন সকালে বেহালা থানার পুলিশ আসে ঘটনাস্থলে। 
বাড়ি, ছাদ ঘুরে দেখেন পুলিশ অফিসাররা। 


ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ


পুলিশ সূত্রে খবর, বেহালা থানায় মৃতের ভাই কুণাল চক্রবর্তী অভিযোগ করেছেন, ঘটনার রাতে তাঁর দাদা কুশলের সঙ্গে মত্ত অবস্থায় তীব্র বচসা হয় বিতানের। দু’জনের মধ্যে ধস্তাধস্তিও হয়। সেই সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন কুশল। এর পরই বিতানকে গ্রেফতার করে বেহালা থানা।  তদন্তকারীরা জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।